জার্মানির জয়ের রাতে ফ্রান্স-পর্তুগালের হার
২১ মার্চ ২০২৫

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইতালির বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে জার্মানি। তবে কিলিয়ান এমবাপ্পের প্রত্যাবর্তনের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে গেছে ফ্রান্স। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে হার এড়িয়েছে স্পেন। আর ডেনমার্কের মাঠে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
বৃহস্পতিবার রাতে মিলানের সান সিরোয় ইতালিকে ২-১ গোলে হারায় জার্মানি।
নবম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন সান্দ্রো তোনালি। ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় জার্মানিকে। ৪৯তম মিনিটে জশুয়া কিমিখের হেড থেকে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান টিম ক্লাইনডিন্সট। ৭৬তম মিনিটে কিমিখের আরেকটি হেড থেকে দলকে এগিয়ে দেন লেয়ন গোরেটস্কা।
এই নিয়ে ইতালির বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেল জার্মানরা। অন্যদিকে নেশন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল ইতালি।
রটারডামে ২-২ সমতায় শেষ হয়েছে নেদারল্যান্ডস ও স্পেন ম্যাচ। নবম মিনিটে নিকো উইলিয়ামসের গোলে এগিয়ে যায় সফরকারীরা। কোডি গাপকোর গোলে ২৮তম মিনিটে সমতায় ফেরে ডাচরা।
বিরতির পর প্রথম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন টিয়ানি রেইন্ডার্স। ৮১তম মিনিটে ডিফেন্ডার জোরেল হাতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নেদারল্যান্ডস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্পেনকে সমতায় ফেরান মিকেল মেরিনো।
অন্যদিকে ছয় মাসের বেশি সময় জাতীয় দলের হয়ে ফেরাটা সুখকর হয়নি এমবাপ্পের। ক্রোয়েশিয়ার মাঠে ২-০ গোলে হেরেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল করিয়ে ও করে স্বাগতিকদের জয়ের নায়ক ইভান পেরেসিচ।
পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ক্রোয়েশিয়া। কিন্তু তা ঠেকিয়ে দেন গোলরক্ষক মাইক মিয়াঁ। ২৬তম মিনিটে পেরিসিচের হেড থেকে দলকে এগিয়ে দেন আন্তে বুদিমির। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ৩৬ বছর বয়সী পেরিসিচ।
ম্যাচজুড়ে আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ফ্রান্স চেষ্টা করেও গোলের দেখা পায়নি। এমবাপ্পের বেশ কয়েকটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ফ্রান্সকে হারাল লুকা মদ্রিচের দল।
রাতের আরেক ম্যাচে রোনালদো-ব্রুনো ফের্নান্দেসদের পর্তুগালকে ঘরের মাঠে ১-০ হারায় ডেনমার্ক। ৭৮তম মিনিটে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রাসমুস হয়লুন।
তবে ডেনমার্ক ব্যবধান আরও বাড়তে পারত। ২৩তম মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক। এছাড়াও গোলের জন্য ২৩টি শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। বিপরীতে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল গোলের জন্য শট নিতে পারে কেবল ৮টি, যার মধ্যে লক্ষ্যে ছিল দুটি।
আগামী রোববার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: