টুখেল ইংল্যান্ডের কোচ হওয়ায় অবাক হয়েছিলেন কেইন
২১ মার্চ ২০২৫

ইংল্যান্ড ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে টমাস টুখেলের নিয়োগের খবর শুনে কিছুটা অবাক হয়েছিলেন হ্যারি কেইন। ইংলিশ অধিনায়ক জানিয়েছেন, জাতীয় দলের কোচ হিসেবে সাবেক বায়ার্ন মিউনিখ ও চেলসি কোচকে কখনও কল্পনাই করেননি তিনি।
ইংল্যান্ডের ইতিহাসে তৃতীয় বিদেশি কোচ হিসেবে গত বছর অক্টোবরে টুখেলকে নিয়োগ দেওয়া হয়। আন্তর্জাতিক কোনো দলের কোচিংয়ের দায়িত্ব প্রথমবারের মতো পাওয়া জার্মান এই কোচ ১৮ মাসের চুক্তিতে তিনি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্ব পালন করবেন।
গত মৌসুম শেষে বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব ছাড়েন টুখেল। ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নে যোগ দেওয়ার পর এক মৌসুম এই কোচের অধীনে খেলেছেন কেইন।
ইংল্যান্ড দলে টুখেলের সঙ্গে আবারও কাজ করার খবর শুনে কেমন প্রতিক্রিয়া ছিল – এমন প্রশ্নের জবাবে কেইন বলেন, “সত্যি বলতে, আমি বেশ অবাক হয়েছিলাম। একদমই আশা করিনি। সম্ভবত তাকে কখনও জাতীয় দলের কোচ হিসেবে ভাবিনি।”
“তবে হ্যাঁ, যখন এটা ঘোষণা দেওয়া হলো আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম। কারণ আমি গত মৌসুমে তার অধীনে খেলার সুযোগ পেয়েছি, তাই জানি তিনি কী দিতে পারেন। আমাদের যে মাপের দল আছে তাতে তিনি নতুন কি নিয়ে আসতে পারবেন তা আমার জানা আছে।”
ইংল্যান্ড দলে টুখেলের প্রথম কয়েকদিনের অভিজ্ঞতা প্রসঙ্গে কেইন বলেন, “আমরা কয়েকদিনই একসঙ্গে কাজ করেছি। এটা হতাশ করেনি। তিনি যেভাবে দলকে প্রস্তুত করছেন, তেমনটাই আমি প্রত্যাশাই করেছিলাম। আমার মনে হয়, ক্যাম্পের পর ক্যাম্প, যতই আমরা তার সঙ্গে মানিয়ে নেব, ততই উন্নতি করব। মূল লক্ষ্য অবশ্যই আগামী বছরের জন্য দল গড়া, আর এই ক্যাম্পগুলো সে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।”
শুক্রবার রাতে টুখেলের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ আলবেনিয়া।
মন্তব্য করুন: