রোনালদোকে বিদ্রূপ নয়, শ্রদ্ধা জানাতেই ওমন উদযাপন: হয়লুন 

২১ মার্চ ২০২৫

রোনালদোকে বিদ্রূপ নয়, শ্রদ্ধা জানাতেই ওমন উদযাপন: হয়লুন 

নিজের আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে গোল করে ডেনমার্ককে জিতিয়েছেন রাসমুস হয়লুন। গোল করে রোনালদোর সামনে তার বিখ্যাত ‘সিউ উদযাপন করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। তবে এটি পর্তুগিজ মহাতারকাকে বিদ্রূপ করার উদ্দেশে ছিল না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কোপেনহেগেনে উয়েফা নেশন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পর্তুগালকে ১-০ গোলে হারায় ডেনমার্ক। বদলি হিসেবে নেমে ম্যাচের ৭৮তম মিনিটে একমাত্র গোলটি করেন হয়লুন। এরপর কর্নারের দিকে দৌড়ে গিয়ে উদযাপন করেন তিনি।

ম্যাচের পর ড্যানিশ সম্প্রচারকদের দেওয়া এক সাক্ষাৎকারে হয়লুন বলেন, “এটা আমার আদর্শের জন্য। তাকে বিদ্রূপ করার জন্য অথবা অন্য কিছুর নয়। আমার ফুটবল ক্যারিয়ারে তার বিশাল প্রভাব রয়েছে। হয়তো একটু মিশ্র অনুভূতি কাজ করছে। কিন্তু তার ও পর্তুগালের বিপক্ষে গোল করা সত্যিই দারুণ অনুভূতি।

রোনালদোর প্রতি তার অনুরাগের কথা জানিয়ে বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “২০১১ সালে আমি ম্যাচ দেখতে গিয়েছিলাম, তখন তিনি ফ্রি-কিক থেকে গোল করেছিল। সেই মুহূর্ত থেকেই আমি তার বিশাল ভক্ত।

এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের ২১৮তম ম্যাচ খেলতে নামেন রোনালদো। তবে নিজের রেকর্ড ১৩৫ আন্তর্জাতিক গোলের সংখ্যা বাড়াতে পারেননি পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলার।

মন্তব্য করুন: