আর্জেন্টিনা ম্যাচে ফিরতে পেরে খুশি ব্রাজিলের তৃতীয় পছন্দের গোলরক্ষক

২৩ মার্চ ২০২৫

আর্জেন্টিনা ম্যাচে ফিরতে পেরে খুশি ব্রাজিলের তৃতীয় পছন্দের গোলরক্ষক

কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আছে ব্রাজিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে খুব একটা স্বস্তিতে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মূল গোলরক্ষক আলিসন বেকার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো কিছুর আশায় আছেন তার বদলে দলে জায়গা পাওয়া ওয়েভেরতন।

বাংলাদেশ সময় গত শুক্রবার সকালে ভিনিসুস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট নিয়ে মাঠ ছাড়েন আলিসন।

পরে জানানো হয়, আর্জেন্টার বিপক্ষে খেলতে পারবেন না লিভারপুলের এই গোলরক্ষক। আগে থেকেই চোটের কারণে দলে নেই ব্রাজিলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ম্যানচেস্টার সিটির এদেরসন। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে গোল পোস্ট সামলানো নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দরিভাল জুনিয়রের দল।

তবে এসব নিয়ে ভাবছেন না দলে জায়গা পাওয়া ওয়েভেরতন। জাতীয় দলে ফিরতে পেরেই খুশি এই গোলকিপার। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আশায় তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।

আমি এখানে আসতে পেরে এবং সবার সঙ্গী হতে পেরে খুব খুশি। এই আবহ সবসময়ই চমৎকার। আমাদের প্রথম অনুশীলন শেষ হয়েছে, খুব ভালোভাবে হয়েছে এবং আমরা ইতোমধ্যে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। কঠোর পরিশ্রম, অনুশীলনের তীব্রতাই ভালো প্রস্তুতির সেরা উপায়। আমাদের আরও দুটি সেশন বাকি আছে এবং মঙ্গলবার দুর্দান্ত একটি ম্যাচ খেলতে সবাই শতভাগ প্রস্তুত হয়ে সেখানে পৌঁছাবে।

আমরা ব্রাজিলিয়ান এবং যখন জাতীয় দল খেলে তখন আমরা সবাই আবেগপ্রবণ হয়ে পড়ি এবং একত্রে সমর্থন জানাই। আমি (কলম্বিয়ার বিপক্ষে জয়ে) উল্লাস করেছি, উদযাপন করেছি। আলিসনের প্রতি সম্মান রেখে বলছি, শুক্রবার দলে ডাক পাওয়ায়, জাতীয় দলের জার্সি আবার পরতে পারব এবং এখানে সবার সঙ্গে থাকতে পারব ভেবে আমি খুব খুশি হয়েছিলাম। আশা করি, মঙ্গলবার আরেকটি জয় নিয়ে ফিরতে পারব আমরা।

সবশেষ ম্যাচে জয় পাওয়ায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে একুয়েডর।

২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। আর একটি পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের। চোটের থাবায় ব্রাজিলের বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসি, তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা, লাউতারো মার্তিনেসসহ আরও কয়েকজনকে পাবে না আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার ভোরে আর্জেন্টিনার মাটিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

মন্তব্য করুন: