উয়েফা নেশন্স লিগ
টাইব্রেকারে স্পেনকে আটকাতে পারল না নেদারল্যান্ডস
২৪ মার্চ ২০২৫

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে তিন দফা এগিয়ে গিয়েছিল স্পেন। কিন্তু প্রতিবারই সমতায় ফিরে খেলা টাইব্রেকারে নিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু এখানে থামতে হলো তাদের। রোমাঞ্চকর টাইব্রেকার জিতে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে স্প্যানিশরা।
রোববার রাতে ভালেন্সিয়ার মাঠে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের লড়াইটি ৩-৩ সমতায় শেষ হয়। দুই লেগ মিলিয়ে ৫-৫ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের জয় পায় স্প্যানিশরা।
স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল, অতিরিক্ত সময়ে লামিনে ইয়ামালের পা থেকে আসে অপর গোলটি। স্পেন এগিয়ে যাওয়ার পর প্রতিবারই সমতায় ফেরে ডাচরা। তাদের হয়ে গোল করেন মেমফির ডিপাই, ইয়ান মাটসেন ও শাভি সিমন্স।
পেনাল্টি শুটআউটে দু’দলই প্রথম তিনটি করে শট জালে জড়ায়। তবে নেদারল্যান্ডসের চতুর্থ শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ইয়ামালের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। পঞ্চম শটে গোলের দেখা পায় দু’দল। ডাচদের ষষ্ঠ শটটি গোলরক্ষক আটকে দেওয়ার পর পেদ্রি স্প্যানিশদের হয়ে বল জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে স্বাগতিকরা।
কোয়ার্টার-ফাইনালের অন্য ম্যাচে ইতালির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে শেষ চারে ওঠে জার্মানি। ডেনমার্ককে ৫-২ গোলে বিধ্বস্ত করে সেমি-ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে ৫-৪ গোলে হারায় ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের দলের মুখোমুখি হবে স্পেন।
মন্তব্য করুন: