উয়েফা নেশন্স লিগ

ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে ফ্রান্স

২৪ মার্চ ২০২৫

ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে ফ্রান্স

ক্রোয়েশিয়ার মাঠে দুই গোল খেয়ে আসার পর নিজেদের মাঠে দুই গোল করে খেলা টাইব্রেকারে নিয়েছিল ফ্রান্স। সেখানে গোল মিসের প্রতিযোগিতায় মেতেছিল যেন দুই দল। শেষে সাডেন ডেথে গোলরক্ষক মাইক মিয়াঁর নৈপুণ্যে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে ফরাসিরা।

রোববার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ২-০ গোলের জয় পায় ফ্রান্স। প্রথম লেগ ক্রোয়েটরা একই ব্যবধানে জেতায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানের জয় পায় স্বাগতিকরা।

ফ্রান্সের হয়ে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলে। ম্যাচে বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। অতিরিক্ত সময় ক্রোয়েশিয়া গোলরক্ষকের কয়েকটি দুর্দান্ত সেভে খেলা গড়ায় টাইব্রেকারে।

রূদ্ধশ্বাস টাইব্রেকারে প্রথম তিন শটের মধ্যে দুটিতেই গোল করতে ব্যর্থ হয় ক্রোয়েশিয়া, প্রথমটি আটকে দেন মিয়াঁ। ফ্রান্সের হয়ে এমবাপ্পে ও অহলিয়া চুয়ামেনি দুটি শট জালে জড়ান, তৃতীয় শটটি পোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন জুল কুন্দে। এরপর ক্রোয়েশিয়া বাকি দুটি শট থেকে গোল পেলেও ফরাসিরা পারে একবার।

সাডেন ডেথে ক্রোয়েশিয়ার সপ্তম শট ঠেকান মিয়াঁ। এরপর দায়োত উপেমেকানো শটে জয়ের উল্লাসে মাতে স্বাগতিকরা।

কোয়ার্টার-ফাইনালের অন্য ম্যাচে ইতালির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে শেষ চারে ওঠে জার্মানি। ডেনমার্ককে ৫-২ গোলে বিধ্বস্ত করে সেমি-ফাইনালে ওঠে পর্তুগাল। টাইব্রেকারে নেদারল্যান্ডকে ৫-৪ গোলে হারায় স্পেন। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের বিপক্ষে মাঠে নামবে ফরাসিরা।

মন্তব্য করুন: