উয়েফা নেশন্স লিগ

ডেনমার্ককে গুঁড়িয়ে সেমিতে পর্তুগাল

২৪ মার্চ ২০২৫

ডেনমার্ককে গুঁড়িয়ে সেমিতে পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে উঠতে জয়ের কোনো বিকল্প ছিল না পর্তুগালের। সে পথে দলকে শুরুতে এগিয়ে নেওয়ার সুযোগও পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি। তবে পরে গুরুত্বপূর্ণ গোল করে এর প্রায়শ্চিত্ত করলেন এই মহাতারকা। আর অতিরিক্ত সময়ে গড়ানো আক্রমণ-পাল্টা আক্রমণের নাটকীয় ম্যাচ জিতে শেষ চারে উঠেছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। 

রোববার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ডেনমার্ককে ৫-২ গোলে হারায় পর্তুগাল। কোপেনহেগেনে প্রথম ম্যাচ ১-০ গোলে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত করে রোনালদোর দল।

ষষ্ঠ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন রোনালদো। ডান দিকে নেওয়া তার দুর্বল শট ঝাপিয়ে আটকে দেন গোলরক্ষক। তবে আত্মঘাতী গোলে ৩৮তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর সমতায় ফেরে ডেনমার্ক।

৭২তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের দূরপাল্লার শট পোস্টে লেগে গোলরক্ষকের হাতে লেগে দূরে সরে যায়। তবে সেখান থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে পাঁচবারের ব্যালন ডিঅর জয়ীর এই ফরোয়ার্ডের গোল এখন ১৩৬টি। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে পর্তুগিজ মহাতারকার গোল ৯২৯টি।

মিনিট চারেক পরেই ডেনমার্ককে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান এরিকসন। বদলি হিসেবে নেমে ৮৬তম মিনিটে পর্তুগিজদের এগিয়ে দেন ফ্রান্সিসকো ত্রিনকাও। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল করে দলকে আরও এগিয়ে দেন তিনি। এরপর ১১৫তম মিনিটে বল জালে জড়িয়ে দলের বড় জয় নিশ্চিত করেন রোনালদোর বদলি হিসেবে নামা গনসালো রামোস।

কোয়ার্টার-ফাইনালের অন্য ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৫-৪ গোলে হারিয়ে সেমি-ফাইনালে পা রাখে স্পেন। পেনাল্টি শুটআউটে একই ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ চারে ওঠে ফ্রান্সও। ইতালির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে শেষ চারে ওঠে জার্মানি। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হবে পর্তুগাল।

মন্তব্য করুন: