যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত দ্বৈরথ
২৫ মার্চ ২০২৫

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে প্রায় চার বছর পর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর। লাল-সবুজের জার্সিতে তার খেলা দেখার অপেক্ষায় আছে দেশের লাখো ফুটবলপ্রেমী।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে বাংলাদেশ-ভারতের লড়াই। দেশের দর্শকরা মেঘালয়ের শিলং থেকে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টসে। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে টি স্পোর্টস অ্যাপেও ম্যাচটি দেখতে পারবেন দর্শকরা।
২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। ভারত ছাড়াও গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে হংকং ও সিঙ্গাপুর। ডাবল লিগ পদ্ধতির গ্রুপ পর্ব শেষে গ্রুপের শীর্ষ দলটি সুযোগ পাবে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী আসরে। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নেবে।
এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৯ বার মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের ৪ জয়ের বিপরীতে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। তবে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই ড্র করেছে তারা। ২০২১ সালের অক্টোবরে দু’দলের সবশেষ ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ভারতের মাঠে ২০১৯ সালে দু’দলের খেলা সবশেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
মন্তব্য করুন: