গোল করে আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ব্রাজিলের রাফিনিয়ার
২৫ মার্চ ২০২৫

ব্রাজিল-আর্জেন্টিনার মাঠের লড়াইয়ের আগে জমে উঠেছে কথার লড়াই। গোল করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় (স্থানীয় সময় মঙ্গলবার রাতে) আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ম্যাচের আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, “আমরা ওদের গুঁড়িয়ে দেব... নিশ্চিতভাবেই! মাঠে এবং যদি প্রয়োজন হয়, মাঠের বাইরেও!”
“আমি অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে গোল করব। আমি নিজের সর্বোচ্চটা নিয়ে নামছি...।”
রাফিনিয়ার এই মন্তব্য আর্জেন্টিনায় আলোড়ন তুলেছে। স্থানীয় গণমাধ্যমে এই বক্তব্যকে ‘হুমকিস্বরূপ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি বিষয়টিকে শান্তভাবে দেখছেন। বিষয়টি নিয়ে বাড়তি উত্তেজনা না ছড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “মাঠে আমরা যোদ্ধা, কিন্তু বাইরে ভালো বন্ধু। আমি খেলোয়াড়দের মন্তব্য খুব বেশি গভীরভাবে দেখিনি, তবে বিষয়টি জানি। আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ গুরুত্বপূর্ণ। তবে দিনশেষে এটা কেবল একটি ফুটবল ম্যাচ। এর বেশি কিছু হওয়া উচিত নয়।”
“আমি মারাকানায় কোপা আমেরিকা ফাইনালের পর মেসি ও নেইমারের সেই ছবিটি মনে রাখতে চাই। বিশ্বের সেরা খেলোয়াড় এবং সম্ভবত দ্বিতীয় সেরা বন্ধু হয়ে ছিলেন। এমন চিত্রই আমরা দেখতে চাই।”
গত ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দেখা পায়নি ব্রাজিল। আর দেশটির মাটিতে ১৬ বছর জয়শূন্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের ৬ পয়েন্ট এগিয়ে আছে তারা। ২১ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে ব্রাজিল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচটি ড্র করতে পারলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে আর্জেন্টিনা। তবে এর আগে দিনের আরেক ম্যাচে বলিভিয়া যদি উরুগুয়েকে হারাতে না পারে, তাহলে চার ম্যাচ হাতে রেখে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী আসরের মূলপর্ব নিশ্চিত করবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: