আর্জেন্টিনাকে হারিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করতে চান ব্রাজিল কোচ

২৫ মার্চ ২০২৫

আর্জেন্টিনাকে হারিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করতে চান ব্রাজিল কোচ

গত বছরের শুরুতে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দরিভাল জুনিয়র। তার অধীনে ইতিহাসের অন্যতম বাজে সময় পার করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জন্য তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে বেশ। তবে এখনই তার কাজের সমালোচনা করতে না করছেন সেলেসাও কোচ। আর্জেন্টিনার বিপক্ষে গত বছর জয়ের খরা কাটিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করতে চাইছেন তিনি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চলতি মাসে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়াকে - গোলে হারায় ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় (স্থানীয় সময় মঙ্গলবার রাতে) আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে স্বাগতিকদের মুখোমুখি হবে দরিভালের দল।

সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও এই ম্যাচকে নিজেদের আবারও শক্তিশালী প্রমাণ করার আদর্শ সুযোগ হিসেবে দেখছেন ব্রাজিল কোচ। সোমবার সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, “আমরা বিশ্ব দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবো। তারা সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে সফল দল। তবে আমরা সেখানে জয়ের জন্যই যাচ্ছি, আমাদের সেরা ফুটবল খেলতে যাচ্ছি এবং তাদের মাটিতে তাদেরই হারাতে যাচ্ছি।

আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে সমালোচনা করতে সবাই ভালোবাসে। এটা দুঃখজনক, কিন্তু আমি তাই মনে করি। প্রাপ্য সম্মান খুব কমই পাওয়া যায়। কিন্তু সময় সবার আসল স্থান নির্ধারণ করে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে ব্রাজিল জয়হীন আছে ১৬ বছর। ২০০৯ সালে - গোলে জয়ের পর থেকে আর্জেন্টিনার মাটিতে আর কোনো জয় পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্যদিকে ২০১৯ কোপা আমেরিকার সেমি-ফাইনালে - গোলের জয়ের পর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের আর হারাতে পারেনি তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতে - ব্যবধানে হেরেছে ব্রাজিল।

২০২৪ সালের শুরুতে দায়িত্ব নেওয়ার পর থেকে ১৫ ম্যাচে মাত্র সাতটিতে জয় পেয়েছেন দরিভাল। ফলে ব্রাজিলের ফুটবল ভক্তদের সমালোচনার মুখে আছেন তিনি। ব্যাপারে ৬২ বছর বয়সী এই কোচ বলেন, “আমি জানি ফুটবল কীভাবে কাজ করে এবং আমি চাপের মধ্যে কাজ করার চ্যালেঞ্জ গ্রহণ করি। কঠোর পরিশ্রম, নিবেদন, সম্মান পেশাদারিত্বএসবের ওপর আমি বিশ্বাস করি। আমি ১৫ ম্যাচ জাতীয় দলের দায়িত্বে আছি। সময়মতো আমার কাজের বিচার করতে পারেন।

২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় স্থানে আছে ব্রাজিল। দুইয়ে থাকা একুয়েডরের চেয়ে পয়েন্ট পিছিয়ে আছে তারা। তাদের চেয়ে পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add