ব্রাজিলের জালে আর্জেন্টিনার ৪ গোল
২৬ মার্চ ২০২৫

ম্যাচের আগে গোল করে আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার এক প্রকার হুমকি দিয়ে রেখেছিলেন রাফিনিয়া। কিন্তু মাঠের খেলায় দেখা গেল ভিন্ন চিত্র। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের একের পর এক আক্রমণে খুঁজেই পাওয়া গেল না ব্রাজিলকে। চিরপ্রতিদ্বন্দ্বীদের জালে চার গোল দিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েনোস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
লিওনেল মেসি, পাওলো দিবালো ও লাউতারো মার্তিনেসদের ছাড়া মাঠে নামা বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচের চতুর্থ মিনিটে গোলউৎসবের শুরুটা করেন হুলিয়ান আলভারেস। মিনিট আটেক পর ব্যবধান দ্বিগুণ করেন এনসো ফের্নান্দেস। ২৬তম মিনিটে এক গোল শোধ করেন মিডফিল্ডার মাথেউস কুইয়া।
বিরতির আগে ব্যবধান আবার বাড়িয়ে দেন আলেক্সিস মাক আলিস্তের। আর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৭১তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন জুলিয়ানো সিমেওনে।
এদিন মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হওয়ার সুখবর পায় আর্জেন্টিনা। দিনের আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া গোলশূন্য ড্র করায় পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকা নিশ্চিত হয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
মাঠের পারফরম্যান্সে আধিপত্য বিস্তার করে ম্যাচের ৫৫ শতাংশ সময় বলের দখল রাখা আর্জেন্টিনা গোলের জন্য শট নেয় ১২টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। অন্যদিকে কেবল তিনটি শট নিতে পারে ব্রাজিলিয়ানরা, লক্ষ্যে রাখতে পারে একটি।
গোল করে আর্জেন্টিনাকে হারানোর হুমকি দিয়ে রাখা রাফিনিয়াকে এদিন ম্যাচে তেমন খুঁজেই পাওয়া যায়নি। বিবর্ণ ছিলেন ভিনিসুস জুনিয়র ও রদ্রিগোও।
গত ছয় বছরে আর্জেন্টিনার বিপক্ষে জয় না পাওয়া ব্রাজিল তাদের বিপক্ষে ৫ ম্যাচে জয়হীন থাকল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে ১৬ বছরের জয়খরা আরও দীর্ঘায়িত হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
১৪ ম্যাচে ১০ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। অন্যদিকে ৬ জয় ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল।
মন্তব্য করুন: