ভারতকে হারাতে না পারার আক্ষেপ হামজার
২৬ মার্চ ২০২৫

ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচেই নিজের ঝলক দেখিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার। তবে সতীর্থদের একের পর এক গোল মিসের মহড়ায় জয় দিয়ে অভিষেকটা রাঙাতে পারেননি তিনি। ম্যাচ শেষে জিততে না পারার আক্ষেপ ঝড়েছে তার কণ্ঠে।
মঙ্গলবার মেঘালয়ের শিলংয়ে এএফসি এশিয়া কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপের ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করে হাভিয়ের কাবরেরার দল। প্রথম ১১ মিনিটের মধ্যে গোলরক্ষকবিহীন গোলপোস্ট পেলেও বল জালে জড়াতে ব্যর্থ হন জনি ও হৃদয়।
দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণ বলতে গেলে একাই সামাল দেন হামজা। মাঝমাঠ থেকে রক্ষণভাগ পর্যন্ত দাপিয়ে স্বাগতিকদের বেশ কয়েকটি সুযোগে বাগড়া দেন বর্তমানে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা লেস্টার সিটির এই ফুটবলার।
ম্যাচ শেষে সাংবাদিকদের হামজা বলেন, “আমরা কিছু মিস করছি। ফুটবলে মিস হতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগেও মিস হয়। ফলে এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমাদের জন্য খারাপ দিন ছিল। তবে আমাদের জেতা উচিত ছিল।”
“আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। (বাংলাদেশের হয়ে খেলতে পেরে) আমি খুবই গর্বিত। গত পাঁচদিন এই দলের সঙ্গে খুবই ভালো সময় কেটেছে।”
সংবাদ সম্মেলনে কোচ কাবরেরার কণ্ঠেও ঝড়ে জিততে না পারার আক্ষেপ। তবে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের মূলপর্বে খেলার ব্যাপারে আশাবাদী এই স্প্যানিশ কোচ।
“অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পেয়েছি। প্রথমার্ধে অনেক সুযোগ পেয়েও মিস করেছি। আমাদের জেতা উচিত ছিল। যাই হোক, আমরা এশিয়া কাপে খেলার আশা রাখি। আজকের পর সেটা সম্ভব মনে হচ্ছে।”
হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ বলেন, “সে ভালো খেলেছে। যে পর্যায় থেকে সে এসেছে, সেই মান অনুযায়ীই খেলেছে। অন্যরা তাকে সহায়তা করেছে।”
আগামী ১০ জুন ঢাকায় বাছাইপর্বে পরের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
মন্তব্য করুন: