ব্রাজিলকে হারানোর পর বাংলাদেশকেও ধন্যবাদ জানালেন ফের্নান্দেস
২৬ মার্চ ২০২৫

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে গুঁড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ে স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরাও। গোল করে এবং একটি গোল করিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন এনসো ফের্নান্দেস। আর ম্যাচ শেষে সমর্থনের জন্য বাংলাদেশের সমর্থকতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই মিডফিল্ডার।
বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েনোস আইরেসে ব্রাজিলকে ৪-১ গোলে হারায় স্বাগতিক আর্জেন্টিনা। ১২তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ফের্নান্দেস। এরপর আলেক্সিস মাক আলিস্তেরের করা তৃতীয় গোলে অ্যাসিস্ট করেন চেলসির এই ফুটবলার।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড পেইজে ফের্নান্দেস লেখেন, “অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য ধন্যবাদ বাংলাদেশ, এই জয় আপনাদেরও।”
বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা – দুই দলেরই ঘোর সমর্থক রয়েছে। আর্জেন্টিনা ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতার পর থেকেই বিভিন্ন সময় বাংলাদেশের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আসছেন ফের্নান্দেস। গত জুলাই-আগস্টের আন্দোলনের সময় বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানিয়ে দুই দফায় পোস্ট করেছিলেন এই মিডফিল্ডার।
অবশ্য বাংলাদেশকে নিয়ে ফের্নান্দেস পোস্ট করার আগে প্রথম বার্তাটি দিয়েছিলেন রাফিনিয়ার উদ্দেশে। সেখানে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে বিনয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।
ম্যাচের আগে বিশ্ব চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন রাফিনিয়া।
মন্তব্য করুন: