আর্জেন্টিনার কাছে হারকে ‘লজ্জাজনক’ বললেন ব্রাজিল অধিনায়ক

২৬ মার্চ ২০২৫

আর্জেন্টিনার কাছে হারকে ‘লজ্জাজনক’ বললেন ব্রাজিল অধিনায়ক

জয়ের প্রত্যাশা নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে পাত্তাই পায়নি ব্রাজিল। হতশ্রী পারফরম্যান্সে এক হালি গোল হজম করে হারতে হয়েছে ম্যাচ। দলের এমন পরাজয়কে লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছেন অধিনায়ক মার্কিনিয়োস।

বাংলাদেশ সময় বুধবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার ঘরের মাঠে - গোলে হারে ব্রাজিল।

১২ মিনিটের ভেতর দুই গোলে পিছিয়ে যাওয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ২৬তম মিনিটে একমাত্র গোলটি করেন মাথেউস কুইয়া। এরপর গোলের লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি তারা। ৩৭তম ৭১তম মিনিটে আরও দুটি গোল হজম করে বড় ব্যবধানে ম্যাচ হারে দরিভাল জুনিয়রের দল।

ম্যাচ জুড়ে বল দখলে পিছিয়ে থাকা ব্রাজিলিয়ানরা গোলের জন্য মোট শট নিতে পারে মাত্র তিনটি। অন্যদিকে ১২টি শটের মধ্যে সাতটিই লক্ষ্যে রাখে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে দলের ব্যর্থতা মেনে নিয়ে মার্কিনিয়োস বলেন, “আজকে আমরা যা করেছি, এটার পুনরাবৃত্তি করা যাবে না। যা হয়েছে এই মুহূর্তে তা নিয়ে কথা বলা কঠিনএটা লজ্জাজনক।

ম্যাচের শুরুটাই আমাদের ছিল বাজে। আমরা যা করতে পারি, এটি এর গড়পড়তারও নিচে ছিল। ওরা তো এমনিতেই আত্মবিশ্বাসের সঙ্গে ছুটছে। ওরা জানে, কীভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে।

ব্রাজিলের হতশ্রী পারফরম্যান্সে অনেক দিন ধরেই সমালোচনার মধ্যে আছেন কোচ দরিভাল। গত বছর জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে তার অধীনে খেলা ১৬ ম্যাচের মধ্যে কেবল সাতটিতে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দলের এমন অবস্থার জন্য কেবল কোচের দায় দিচ্ছেন না মার্কিনিয়োস।

এটা স্রেফ কোচের ভুল নয়ফুটবলারদেরও দায় আছে। ফুটবলে এমন কোনো রহস্যময় ফর্মুলা নেই যেখানে কিছু একটা বেছে নিলে তা কাজ করবে। আমাদের সবাইকে আরও ভালো করতে হবে। দায় আমাদের সবারই ভাগাভাগি করতে হবে। সময় পরিস্থিতি উপলব্ধি করে বিনয়ী হতে হবে।

এই হারের পর ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চারে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে উরুগুয়ে। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যায় এই ম্যাচে মাঠে নামার আগেই।

মন্তব্য করুন: