বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গী যারা
২৬ মার্চ ২০২৫

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার আগেই মূলপর্বের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। আগামী বছর ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের মঞ্চে বাছাইপর্ব পেরিয়ে এখন পর্যন্ত পা রেখেছে মোট ৪টি দল।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। ফলে স্বাগতিক এই তিন দেশসহ এখন পর্যন্ত মূলপর্ব নিশ্চিত হয়েছে মোট ৭টি দলের।
মঙ্গলবার রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বলিভিয়া-উরুগুয়ে ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট তালিকায় শীর্ষ ছয়ের মধ্যে থাকা নিশ্চিত হয় আর্জেন্টিনার। ফলে এই অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এই অঞ্চল থেকে সরাসরি তাদের সঙ্গী হবে আরও ৫টি দল।
একই রাতে এশিয়ার দ্বিতীয় দল হিসেবে মূলপর্ব নিশ্চিত হয় ইরানেরও। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ‘এ’ গ্রুপের শীর্ষ দুটি স্থানের মধ্যে থাকা নিশ্চিত হওয়ায় মূলপর্বের টিকিট পায় দেশটি।
এশিয়া অঞ্চল থেকে এবং বিশ্বের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে জাপান। ফলে এই অঞ্চল থেকে আরও ৬টি দল বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে।
অন্যদিকে ১৬ বছর পর বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে নিউ জিল্যান্ড। ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে একমাত্র দল হিসেবে সরাসরি এই সুযোগ পেয়েছে তারা।
এখন পর্যন্ত ইউরোপ ও আফ্রিকা অঞ্চল থেকে কোনো দলের বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয়নি।
৪৮ দলের টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬টি দল সুযোগ পাবে ইউরোপ থেকে। ৯টি দল আসবে আফ্রিকা থেকে। ৮টি দল খেলবে এশিয়া থেকে। স্বাগতিক তিন দেশসহ মোট ৬টি দল মূলপর্বের টিকিট পাবে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান (কনকাকাফ) অঞ্চল থেকে। ৬টি দল আসবে লাতিন আমেরিকা থেকে। ১টি সুযোগ পাবে ওশেনিয়া থেকে। বাকি ২টি দল সুযোগ পাবে আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো:
স্বাগতিক হিসেবে: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা
এশিয়া: জাপান, ইরান
ওশেনিয়া: নিউ জিল্যান্ড
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা
মন্তব্য করুন: