‘মেসি থাকলে আরও গোল খেত ব্রাজিল’
২৭ মার্চ ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জালে চার গোল দিয়েছে আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বীদেরকে বিধ্বস্ত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল উৎসব শুরু করা হুলিয়ান আলভারেস জানিয়েছেন, মেসি থাকলে ব্রাজিলের জালে আরও গোল করতে পারত তারা।
বাংলাদেশ সময় বুধবার সকালে ঘরের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন আলভারেস। এরপর প্রথমার্ধে স্কোরশিটে নাম তোলেন এনসো ফের্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্তের। এর মাঝে একটি গোল শোধ দিয়েছিল ব্রাজিল। বিরতির পর স্বাগতিকদের হয়ে চতুর্থ গোলটি করেন জুলিয়ানো সিমিওনে।
আর ম্যাচ শেষে আলভারেস বলেন, “মেসি থাকলে হয়তো আমরা আরও দুই-তিনটি গোল করতে পারতাম।”
ব্রাজিলকে বিধ্বস্ত করার পর সতীর্থের সঙ্গে সুর মিলিয়ে মিডফিল্ডার রদ্রিগো দি পল বলেন, “আমাদের দল তখনই সেরা, যখন আমাদের ১০ নম্বর জার্সিধারী খেলে। কারণ তিনিই সর্বকালের সেরা।”
ইন্টার মায়ামির হয়ে খেলার সময় পাওয়া চোটের কারণে চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে খেলতে পারেননি মেসি। ব্রাজিলের আগে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জিতেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: