৩ পয়েন্টের জন্য বার্সাকে চড়া মূল্য দিতে হয়েছে: ফ্লিক
২৮ মার্চ ২০২৫

আন্তর্জাতিক বিরতি শেষ হতেই মাঠের লড়াইয়ে ফিরতে হয়েছে বার্সেলোনা। আগামী ২০ দিনের ব্যস্ত সূচির প্রথম ম্যাচে জয় পেলেও দানি ওলমোর চোটের কারণে জয়টা যেন হতাশায় রূপ নিয়েছে কোচ হানসি ফ্লিকের কাছে। এই ম্যাচ খেলতে বাধ্য হওয়ার জন্য তার দলকে চড়া মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে লা লিগার ম্যাচে ওসাসুনাকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। এই ম্যাচটি হওয়ার কথা ছিল চলতি মাসের শুরুর দিকে। কিন্তু বার্সেলোনা দলের চিকিৎসক কার্লেস মিনারোর মৃত্যুর কারণে সে সময় ম্যাচটি স্থগিত করা হয়েছিল। তবে দু’দলের আপত্তি সত্ত্বেও এদিন ম্যাচের সূচি নির্ধারণ করা হয়।
ফেরান তোরেস, ওলমো ও রবের্ট লেভানডোফস্কি বার্সেলোনার হয়ে গোল করেন। তবে ওলমোর চোটে স্বাগতিকদের সেই আনন্দ ম্লান হয়ে যায়। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, ঊরুর সমস্যার কারণে এই স্প্যানিশ মিডফিল্ডার প্রাথমিকভাবে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “আজকে আমরা পরিস্থিতির সেরা ব্যবহার করেছি। কিন্তু এটি ম্যাচ খেলার সঠিক সময় ছিল না। আন্তর্জাতিক বিরতির পর এটা ভালো ছিল না। আমরা তিন পয়েন্ট পেয়েছি। কিন্তু দানির ইনজুরির জন্য অনেক চড়া মূল্য দিতে হয়েছে, যা মোটেও ভালো নয়।”
“ওলমো কতদিন মাঠের বাইরে থাকবে তা এখনো নিশ্চিত নয়। যদি এটি দুই সপ্তাহ হয়, তাহলে অনেক ম্যাচ মিস করবে। আর তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ হারাবে। এটি মোটেও ভালো পরিস্থিতি নয়। তিন পয়েন্টের জন্য মূল্য অনেক বেশি হয়ে গেছে।”
গত মঙ্গলবার ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলা রাফিনহাকে এই ম্যাচে পায়নি বার্সেলোনা। অন্যদিকে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব শেষে বুধবার দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ায় বেঞ্চে ছিলেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।
আগামী ২০ দিনে সাতটি ম্যাচ খেলতে যাওয়া বার্সেলোনার এটি ছিল প্রথম ম্যাচ। এই ম্যাচ শেষ হওয়ার ৬৪ ঘণ্টা পরই লিগ ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামবে ফ্লিকের দল।
এরকম ব্যস্ত সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফ্লিক জানান, এটি মাঠের খেলার সৌন্দর্য নষ্ট করছে। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে এটি আরও বাজে প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টে বার্সেলোনা খেলবে না।
“আমার মনে হয় খেলোয়াড়দের কথা শোনা উচিত। এটা গুরুত্বপূর্ণ। গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপ আছে, এটা কঠিন। নেশন্স লিগ, আন্তর্জাতিক বিরতি… আমার মতে, এই বিশ্বকাপটি ভালো কিছু বয়ে আনবে না। ঠিক আছে আপনি অনেক টাকা কামাতে পারবেন কিন্তু খেলোয়াড়দের জন্য এটি ভালো নয়। আমাদের খেলোয়াড়দের কথা ভাবতে হবে।”
মন্তব্য করুন: