৩ সপ্তাহের জন্য ছিটকে গেলেন বার্সেলোনার ওলমো

২৮ মার্চ ২০২৫

৩ সপ্তাহের জন্য ছিটকে গেলেন বার্সেলোনার ওলমো

ব্যস্ত সূচির আগে বার্সেলোনার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে দানি ওলমোর চোট। ডান ঊরুর চোটের কারণে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ এই মিডফিল্ডারকে।

লা লিগায় বৃহস্পতিবার রাতে ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচে গোল করেন ওলমো। ২১তম মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি মৌসুমে লিগে এটি তার সপ্তম গোল। তবে ২৮তম মিনিটে খোঁড়াত খোঁড়াতে মাঠ ছাড়েন ২৬বছর বয়সী এই ফুটবলার।

শুক্রবার এক বিবৃতিতে কত সময় ওলমো মাঠের বাইরে থাকবেন তা নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। ফলে আগামী মাসে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের দুই লেগ এবং আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগসহ বেশ কয়েকটি ম্যাচে ওলমোকে পাবে না বার্সেলোনা।

ওসাসুনাকে হারিয়ে ২৮ ম্যাচে ২০ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করেছে কাতালান ক্লাবটি। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো।

মন্তব্য করুন: