ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব পাননি আনচেলত্তি

২৮ মার্চ ২০২৫

ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব পাননি আনচেলত্তি

আর্জেন্টিনার কাছে ব্রাজিলের ভরাডুবির পর আবারও আলোচনায় এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি। তবে ইতালিয়ান এই অভিজ্ঞ কোচ জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের ছাড়ার বিষয়ে তার কোনো পরিকল্পনা নেই।

২০২২ কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছাড়েন তিতে। এরপর থেকে নানা সময়ে দেশটির সম্ভাব্য কোচ হিসেবে আনচেলত্তির নাম বেশ কয়েকবার উঠে আসে। এমনকি গত বছর চুক্তি প্রায় পাকাপোক্ত হওয়ার বিষয়টিও গণমাধ্যমে আসে। তবে শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গে আনচেলত্তি চুক্তি নবায়ন করায় তা আর হয়নি। এরপর ব্রাজিলের কোচ করা হয় দরিভাল জুনিয়রকে।

কিন্তু ৬১ বছর বয়সী এই কোচের অধীনে ইতিহাসের অন্যতম বাজে সময় পার করতে হয়েছে ব্রাজিলকে। তার অধীনে খেলা ১৬ ম্যাচে সেলেসাওদের জন্য কেবল সাতটিতে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ ম্যাচে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তার কোচিং নিয়ে সমালোচনা আরও বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে সম্ভাব্য কোচ হিসেবে আবারও উঠে এসেছে আনচেলত্তির নাম।

বিভিন্ন গণমাধ্যমের খবর, ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো নাকি আনচেলত্তিকে ব্রাজিলের কোচ করার বিষয়ে চেষ্টা চালাচ্ছেন। তবে বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ।

শনিবার লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, রোনালদোর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে কিনা, আমার মনে নেই। আমরা অন্য অনেক বিষয় নিয়েই কথা বলি, দেখা করি, অনেক কথা হয় আমাদের, তবে এই বিষয় নিয়ে নয়।

রিয়ালের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। এই বিষয়টি তুলে ধরে ৬৫ বছর বয়সী এই কোচ বলেন, চুক্তি পরিষ্কার, এটা নিয়ে আমর কিছু বলার নেই। ব্রাজিল, তাদের খেলোয়াড় সমর্থকদের প্রতি আমার ভালোবাসা অনেক। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার চুক্তি রয়েছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার সঙ্গে কথা বলেছে কিনা – জানতে চাওয়া হলে আনচেলত্তি বলেন, “না, একদমই না।

মন্তব্য করুন: