আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত ব্রাজিল কোচ

২৯ মার্চ ২০২৫

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত ব্রাজিল কোচ

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার কাছে - গোলে হারের পর দলের প্রধান কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)

শুক্রবার সিবিএফের এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।  

২০২৪ সালের জানুয়ারিতে কোচ হিসেবে দরিভালকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে প্রায় এক বছর দুই অন্তর্বর্তী কোচের অধীনে ছিল ব্রাজিল। সে সময় সিবিএফ কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তিকে আনার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল।

সিবিএফে বিবৃতিতে বলা হয়, “ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানাচ্ছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে নেই। ম্যানেজমেন্ট তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য সফলতা কামনা করছে ... সিবিএফ তার পরিবর্তে নতুন কোচ নিয়োগে কাজ করবে।

২০২২ সালে ফ্লামেঙ্গোর কোচ হিসেবে কোপা লিবার্তাদোরেস ব্রাজিলিয়ান কাপ জিতে নজর কেড়েছিলেন দরিভাল। পরের বছর সাও পাওলোর হয়েও তিনি ব্রাজিলিয়ান কাপ জেতেন। তবে জাতীয় দলের কোচ হিসেবে কখনোই নিজের অবস্থান পোক্ত করতে পারেননি ৬১ বছর বয়সী এই কোচ।

তার অধীনে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময়ের মধ্য দিয়ে যায় ব্রাজিল। দরিভালের অধীনে খেলা ১৬ ম্যাচে মাত্র সাতটিতে জয় পায় ব্রাজিল।

অবশ্য কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে - গোলের জয় এবং স্পেনের বিপক্ষে - ড্র দিয়ে শুরুটা ভালোই করেছিলেন দরিভাল। তবে ব্রাজিলের খেলায় কখনোই ধারাবাহিকতা আনতে আসেনি।

গত জুলাইয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উরুগুয়ের কাছে হেরে যাওয়ার পর থেকে দরিভালের ওপর চাপ আরও বাড়তে থাকে। গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় তারা। সেখানে ১০ জনের উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে - গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, দরিভালের কাজ নিয়ে সিবিএফ পুরোপুরি সন্তুষ্ট ছিল না। কোপা আমেরিকা থেকে বিদায়ের পর দলের তেমন কোনো উন্নতি না হওয়ায় তার ওপর আস্থার অভাব দেখা দেয়। 

তবে দরিভালকে ছাঁটাই করতে ইউরোপিয়ান মৌসুম শেষে জুনে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে একুয়েডর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিল সিবিএফ। কিন্তু গত সপ্তাহে আর্জেন্টিনার কাছে নিজেদের বাছাইপর্বের ইতিহাসে সবচেয়ে বাজে হারের পর সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেস দরিভালকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।

মন্তব্য করুন: