কে হবেন ব্রাজিলের কোচ?
২৯ মার্চ ২০২৫

আলোচনাটা শুরু হয়েছিল আগেই। দরিভাল জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত করার পর সেই পালে আবার নতুন করে হাওয়া লেগেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরবর্তী কোচ কে হবেন – এই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এই তালিকায় রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ছাড়াও নতুন করে যুক্ত আরও একটি নাম।
আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর শুক্রবার দরিভালকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সেলেসাওদের পরবর্তী কোচ হিসেবে এখনও সিবিএফের পছন্দের তালিকার শীর্ষে আছেন আনচেলত্তি। দরিভালকে দায়িত্ব দেওয়ার আগেও ইতালিয়ান এই কোচকে নিয়োগ দেওয়ার বেশ চেষ্টা চালিয়েছিল ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করায় তা আর হয়নি।
ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে আনচেলত্তি জানান, রিয়ালের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকায় এখন এসব নিয়ে ভাবছেন না।
অন্যদিকে ব্রাজিলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সৌদি প্রো লিগের দল আল-হিলালের পর্তুগিজ কোচ জোর্জ জেসুস। সূত্রের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে ইএসপিএনও।
২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নেওয়ার পর থেকে ব্রাজিলের অবস্থা বেশ নাজুক। সেই হারের পর বিদায় নিতে হয় দীর্ঘদিনের কোচ তিতেকে। এরপর থেকে দুই বছরের বেশি সময় ধরে দলটি পরিচিত ছন্দের বাইরে রয়েছে।
দুই অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস ও ফের্নান্দো দিনিস এবং দরিভালের অধীনে একের পর বিব্রতকর রেকর্ড গড়েছে ব্রাজিল।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইপর্বে কখনোই চার গোল হজম করেনি তারা। নিজেদের ইতিহাসের সবচেয়ে খারাপ বিশ্বকাপ বাছাইপর্বের মধ্য দিয়েও যাচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ২১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চার নম্বরে। ষষ্ঠ স্থানে থাকা কলম্বিয়ার চেয়ে তারা এগিয়ে আছে ১ পয়েন্টে। এই অঞ্চল থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে মোট ছয়টি।
বাছাইপর্বে এখন পর্যন্ত ১৪ ম্যাচের পাঁচটিতে হেরেছে এবং ১৬ গোল হজম করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজেদের বাছাইপর্বের ইতিহাসে কখনোই এত বেশি হার ও এত বেশি গোল হজমের রেকর্ড নেই ব্রাজিলের।
এছাড়া কলম্বিয়ার বিপক্ষে প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে তারা। দুই দশকেরও বেশি সময় পর উরুগুয়ের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেছে। এছাড়া আফ্রিকান দলগুলোর বিপক্ষে আগে কখনও না হারা ব্রাজিলের মরক্কো ও সেনেগালের বিপক্ষে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতাও হয়েছে।
মন্তব্য করুন: