চ্যাম্পিয়নশিপের শীর্ষে হামজার শেফিল্ড
২৯ মার্চ ২০২৫

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সেই ম্যাচ খেলে ইংল্যান্ডে ফিরেই শেফিল্ড ইউনাইটেডের হয়ে জয়ের দেখা পেয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
শুক্রবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ঘরের মাঠে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারায় হামজার শেফিল্ড। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে দলটি। ফলে দেশটির শীর্ষ লিগ প্রিমিয়ার লিগে ফেরার পথটা আরও সুগম হয়েছে তাদের।
এদিন শেফিল্ডের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন হামজা। গত মঙ্গলবার ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচের মতো এদিনও মাঝমাঠে নিজের নৈপুণ্য দেখান ২৭ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচের শেষ দিকে যখন বদলি হিসেবে মাঠ ছাড়েন তখন তাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানান স্বাগতিক দর্শকরা।
গত জানুয়ারিতে প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে যোগ দেন হামজা। চলতি মৌসুমের শেষ পর্যন্ত তিনি ক্লাবটিতে থাকবেন।
মন্তব্য করুন: