রোনালদোকে স্পর্শ করে গর্বিত এমবাপ্পে

৩০ মার্চ ২০২৫

রোনালদোকে স্পর্শ করে গর্বিত এমবাপ্পে

রিয়াল মাদ্রিদে নিজের বাজে সময়কে পেছনে ফেলে দুর্বার গতিতে ছুটে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। গোল করে দলকে ম্যাচ জেতাচ্ছেন নিয়মিতই। এবার স্প্যানিশ ক্লাবটির হয়ে তার আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন তিনি। রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে রোনালদোর সমান গোল এখন ফরাসি এই তারকার।

লা লিগায় শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে এমবাপ্পের জোড়া গোলে লেগানেসকে - গোলে হারায় রিয়াল।

৩২তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন এমবাপ্পে। তবে বিরতির আগে দুই গোল হজম করে পিছিয়ে যায় রিয়াল। ৪৭তম মিনিটে জুড বেলিংহ্যামের গোল সমতায় ফেরে তারা। এরপর ৭৬তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি রোনালোদোকেও স্পর্শ করেন এমবাপ্পে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩৩ গোল এখন এমবাপ্পের। ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর নিজের অভিষেক মৌসুমে ৩৩ গোল করেছিলেন রোনালদোও। তবে পর্তুগিজ মহাতারকা ম্যাচ খেলেছিলেন ৩৫টি। অন্যদিকে ৪৫ ম্যাচ খেলে নিজের আদর্শকে ছুঁয়েছেন এমবাপ্পে।

অবশ্য রিয়ালে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদো-এমবাপ্পের নয়। রিয়ালের হয়ে প্রথম মৌসুমে ৪৫ ম্যাচে ৩৭ গোল করেছিলেন চিলির কিংবদন্তি ইবান সামোরানো। যেমন গতিতে এমবাপ্পে চলছেন, তাতে রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক হয়ে যেতে পারেন তিনি। 

তবে আপাতত নিজের আদর্শ রোনালদোকে স্পর্শ করতে পেরে উচ্ছ্বসিত এমবাপ্পে বলেন, “এটা খুবই বিশেষ কিছু। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হলো দলের জন্য কাজগুলো করা। তবে ক্রিশ্চিয়ানোর সমান গোল কতে পারা সবসময়ই দারুণ। আমরা জানি, রিয়াল মাদ্রিদ আমার জন্য ক্রিশ্চিয়ানো কী।

২৬ বছর বয়সী তারকা জানান, রোনালদোর সঙ্গে নিয়মিত কথা হওয়ার বিষয়টি। তবে ব্যক্তিগত অর্জন ছাপিয়ে তার চোখ দলীয় প্রাপ্তির দিকে।

আমাদের সবসময় যোগাযোগ হয়। তিনি আমাকে পরামর্শ দেন। তার সমান গোল করতে পারা খুবই ভালো। তবে আমি তো সবসময়ই বলি, আমাদের এখানে ট্রফি জিততে হবে।

চলতি মৌসুমে রিয়ালের সামনে সুযোগ আছে তিনটি শিরোপা জয়ের। লেগানেসকে হারিয়ে লিগে এখন তাদের পয়েন্ট বার্সেলোনার সমান ৬৩। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আসরের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। আর কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগ জিতে ফাইনালের পথে এগিয়ে আছে রিয়াল।

এই সময়টার জন্যই আমরা মৌসুমজুড়ে একসঙ্গে কাজ করে চলেছি। ম্যাচ জয়ের জন্য ট্রফিগুলো জিততে সবকিছু উজাড় করে দেব আমরা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add