মাঠে ফেরার ২ মিনিটের মধ্যে গোল করে মায়ামিকে জেতালেন মেসি
৩০ মার্চ ২০২৫

চোট কাটিয়ে মাঠে ফেরার দুই মিনিটের মধ্যে গোল করে দলকে জিতিয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ফিলেডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে তার দল ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় রোববার সকালে ঘরের শেষ হওয়া ম্যাচের ৫৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এর মিনিট দুয়েক না যেতেই লুইস সুয়ারেসের বাড়ানো বল ধরে প্রতিপক্ষের দুজনকে পাশ কাটিয়ে দূরের পোস্টে কোনাকুনি শট নেন মেসি। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। দলের সবচেয়ে বড় তারকার গোলে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।
চলতি মৌসুমে লিগে তৃতীয় ম্যাচে এটি মেসির দ্বিতীয় গোল। একটি গোলে সহায়তাও করেছেন তিনি।
গত ১৬ মার্চ মাংশপেশীর সমস্যা কাটিয়ে মায়ামির শুরুর একাদশের হয়ে মাঠে নেমেছিলেন মেসি। কিন্তু সেই ম্যাচে নতুন করে চোট পাওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে যান দলকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতো এই অধিনায়ক।
এই ম্যাচ জিতে ইস্টার্ন কনফারেন্সে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মায়ামি।
আগামী বুধবার কনকাকাফ চ্যাম্পিয়নশিপ সিরিজের কোয়ার্টার-ফাইনালে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে মাঠে নামবে মায়ামি। সেই ম্যাচেও মেসিকে পাওয়া যাবে বলে আশা করছেন কোচ হাভিয়ের মাসচেরানো।
“তাকে নিয়ে পরিকল্পনা হলো, তরতাজা করে তোলা এবং লস অ্যাঞ্জেলেসে নিয়ে যাওয়া। আজকে যে সময়টুকু সে খেলেছে, ভালো অনুভব করেছে বলেই খেলেছে। তাকে নিয়ে ঝুঁকি নেইনি আমরা।”
“পুরো ৯০ মিনিট খেলার জন্য সে পুরোপুরি তৈরি ছিল না। তবে যোগ করা সময়সহ সে ৪৫ মিনিট খেলেছে এবং অস্বাভাবিক কিছু হয়নি। তাই সামনে ম্যাচে তাকে নিয়ে যাওয়ার ভাবনাই আছে আমাদের।”
মন্তব্য করুন: