অনুশীলনের গোল ম্যাচে করলেন এমবাপ্পে

৩০ মার্চ ২০২৫

অনুশীলনের গোল ম্যাচে করলেন এমবাপ্পে

ম্যাচ তখন সমতায়। এমন সময় ফ্রি কিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের সামনে। শট নিতে এলেন পুরো ক্যারিয়ারে কখনও ফ্রি-কিক থেকে গোল করতে না পারা কিলিয়ান এমবাপ্পে। দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দিয়ে জয় এনে দেন তিনি। ম্যাচ শেষে ফরাসি এই তারকা জানিয়েছেন, কোচদের সঙ্গে এভাবেই অনুশীলনে কাজ করেছিলেন তিনি।

শনিবার লিগ ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে লেগানেসকে ৩-২ গোলে হারায় রিয়াল। পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোল করা এমবাপ্পে ৭৬তম মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন।

লেগানেসের বক্সের একটু বাইরে পাওয়া ফ্রি-কিকটি সরাসরি গোলের জন্য মারেননি এমবাপ্পে। রেফারি বাঁশি বাজানোর পর শুরুতে আলতো টোকায় এমবাপে বল দেন পাশে থাকা ফ্রান গার্সিয়াকে। এই লেফট ব্যাক বুট দিয়ে বল থামান। এমবাপ্পে চোখের পলকে বুলেট গতির বাঁকানো শটে বল জালে জড়ান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি জানান, ম্যাচ জেতানো গোলের মতো আগের দিন অনুশীলনে একই রকম গোলের অনুশীলন করেন এমবাপ্পে। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে রিয়াল কোচ বলেন, “সে ভালো খেলছে। আমাদের খেলায় সে বেশি সক্রিয়। পার্থক্য গড়ে দিচ্ছে এবং তার কাছে আমরা এটাই চাই।

গোলের জন্য কোচিং স্টাফদের কৃতিত্ব দিয়ে এমবাপ্পে বলেন, “কোচিং স্টাফদের সঙ্গে অনুশীলনে এটা নিয়ে কাজ করেছিলাম। আমি জানতাম, যদি একইভাবে শট নিতে পারি, একটু জায়গা পেয়েছিলাম এবং শেষ পর্যন্ত ভালোভাবে হয়েছে। এটা দলীয় একটি প্রচেষ্টা, কোচিং স্টাফরাও সম্পৃক্ত।

আগামী মঙ্গলবার কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগ ১-০ গোলে জিতে ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে আনচেলত্তির দল।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add