ম্যান সিটির হতশ্রী পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিলেন গুয়ার্দিওলা
৩০ মার্চ ২০২৫

চলতি মৌসুমের শুরুটা দাপটের সঙ্গে করার পর পারফরম্যান্স আর ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটি। মাঝ পথে খেই হারিয়ে এখনও ধুঁকছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। আর দলের এমন অবস্থার দায় নিজ কাঁধে নিয়েছেন পেপ গুয়ার্দিওলা। কোচ হিসেবে নিজের তার পারফরম্যান্সকে ‘খুবই খারাপ’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
গুয়ার্দিওলার অধীনে গত চার মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে সিটি। ২৯ ম্যাচে ১৪ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে হবে গুয়ার্দিওলার দলকে।
২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে দলকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। তবে কোচ হিসেবে ক্যারিয়ারে কোনো ক্লাবের সঙ্গে কখনও লিগে তৃতীয় স্থানের নিচে মৌসুম শেষ করেননি গুয়ার্দিওলা।
চলতি মৌসুমে নিজের কাজকে কীভাবে মূল্যায়ন করছেন – এই প্রশ্নের জবাবে ৫৪ বছর বয়সী এই কোচ বলেন, “এই মৌসুম? খুবই খারাপ।”
“অতীতে আমরা যে শিরোপাগুলো জিতেছি, প্রতিপক্ষ কখনও আমাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেয়নি। আমার দায়িত্ব ছিল এই পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া, যা আমি এই মৌসুমে করতে পারিনি।”
গুয়ার্দিওলার মতে, কিছু ছোটখাটো কারণেই এমনটি হয়েছে। তার আশা, আগামী মৌসুমে এই পরিস্থিতি আর ঘটবে না।
টানা সপ্তমবারের মতো এফএ কাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে সিটি। তবে গুয়ার্দিওলার মনে করেন, এফএ কাপ জেতা কিংবা লিগে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারলেও তা প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে না পারার ক্ষতিপূরণ দিতে পারবে না।
“অবশ্যই এফএ কাপের ফাইনালে পৌঁছানো এবং তা জেতা, চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করা ভালো হবে। এটি একটি বড় সাফল্য হবে। তবে মৌসুম খারাপ গেছে এবং এটা কোনোভাবেই বদলাবে না।”
“আমাদের মান এবং অনেক কিছুই ভালো ছিল না, এটাই বাস্তবতা। একটি শিরোপা জিতলে বা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেলেই তা বদলাবে না। আমরা খুশি হবো, অবশ্যই। আমরা তা করতে চাই, তবে মৌসুম ভালো ছিল না।”
মন্তব্য করুন: