ক্লাব বিশ্বকাপে হলান্দকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ম্যান সিটি

১ এপ্রিল ২০২৫

ক্লাব বিশ্বকাপে হলান্দকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ম্যান সিটি

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্লিং হলান্দকে। তবে ম্যানচেস্টার সিটি আশা করছে, মৌসুম শেষের আগেই মাঠে ফিরতে পারবেন এই নরওয়েজিয়ান গোলমেশিন। আর অংশ নিতে পারবেন আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপেও। 

গত রোববার বোর্নমাউথের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে ম্যাচের ৬০তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন হলান্দ। মাঠ ছাড়ার আগে এই স্ট্রাইকারের গোলে সমতায় ফেরে সিটি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয়ে সেমি-ফাইনালে ওঠে পেপ গুয়ার্দিওলার দল। 

সোমবার এক বিবৃতিতে হলান্দের চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। চোটের পূর্ণ মাত্রা নির্ধারণের জন্য আরও কিছু পরীক্ষা করার কথা জানানো হয়। ।

ম্যানচেস্টার সিটি নিশ্চিত করছে যে আর্লিং হলান্দের বাঁ গোড়ালিতে চোট পেয়েছে। আর্লিং সোমবার সকালে ম্যানচেস্টারে প্রাথমিক পরীক্ষায় অংশ নিয়েছেন এবং চোটের পূর্ণ মাত্রা নির্ধারণে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করবেন।

পর্যবেক্ষণ চলমান রয়েছে এবং পুরোপুরি সেরে ওঠার প্রত্যাশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আর্লিং মৌসুমের বাকি অংশে এবং আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন। 

চোটের কারণে প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার লেস্টার সিটি এবং আগামী রোববার নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই হলান্দের। চলতি মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৩০ গোল করেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

তবে মৌসুমের বাকি অংশে হলান্দ মাঠে ফিরতে না পারলে তা বড় দুশ্চিন্তার কারণ হয়ে আসতে পারে সিটির জন্য। বর্তমানে লিগে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে তারা। টানা পঞ্চম শিরোপা জয়ের স্বপ্ন আগেই শেষ গেছে তাদের। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে হবে গুয়ার্দিওলার দলের। বাকি আছে আর ৯টি ম্যাচ।

আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ। ১৮ জুন মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসির বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপের অভিযান শুরু করবে ম্যানচেস্টার সিটি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add