ইতিহাস গড়ার ব্যাপারে অনুপ্রাণিত রিয়াল কোচ
১ এপ্রিল ২০২৫

রিয়াল মাদ্রিদ ইতিহাসের প্রথম কোচ হিসেবে তৃতীয়বারের মতো কোপা দেল রের শিরোপা জয়ের হাতছানি কার্লো আনচেলত্তির সামনে। তবে ব্যস্ত ও কঠিন সূচির মধ্যে খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইতালিয়ান কোচের জন্য। কিন্তু আরেকটি ফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছানোর সম্ভাবনা তাকে বাড়তি প্রেরণা জোগাচ্ছে।
মঙ্গলবার ঘরের মাঠে কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। প্রথম ম্যাচ ১-০ গোলে জিতে ফাইনালের পথে এগিয়ে আছে আনচেলত্তির শিষ্যরা।
এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ২০ বার শিরোপা জিতেছে রিয়াল। ২৪টি শিরোপা জিতে তাদের আগে আথলেতিক বিলবাও। আর ৩১ বার কোপা দেল রের শিরোপা জিতে সবার ধরাছোঁয়ার বাইরে বার্সেলোনা। এবারও ফাইনালে ওঠার লড়াইয়ে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী দলটি।
রিয়ালের প্রথম কোচ হিসেবে তিনটি কোপা দেল রের শিরোপা জয়ের সম্ভাবনায় রোমাঞ্চিত আনচেলত্তি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, “এটা আমাকে ফাইনালের কাছাকাছি যাওয়ার বিষয়ে অনুপ্রাণিত করছে, যেমনটা খেলোয়াড়দের এবং ক্লাবকেও করছে। ফাইনালের এত কাছে এসে এবং আমরা এগিয়ে থাকায় আমি বেশ উচ্ছ্বসিত।”
এই ম্যাচ দিয়েই আগামী ১৫ দিনের মধ্যে পাঁচটি ম্যাচের যাত্রা শুরু হবে তাদের। ব্যস্ত সূচি নিয়ে সোমবারের সংবাদ সম্মেলনে ৬৫ বছর বয়সী এই কোচ বলেন, “ম্যাচ প্রস্তুতি, ইনজুরির চাপ... আমাদের এসব সামলাতে হবে এই আশা নিয়ে যে, একদিন ম্যাচ প্রস্তুতির জন্য আরও সময় পাব।”
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। অন্যদিকে আগামী ৮ ও ১৬ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে তারা।
“এই মৌসুম খুবই কঠিন হবে এবং এখন পর্যন্ত আমরা এটা ভালোভাবে সামলেছি। আমরা খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি। তবে এটা কিছুটা জটিল কারণ ঠাসা সূচি আমাদের ক্লান্ত করে দিচ্ছে।”
মন্তব্য করুন: