রোমাঞ্চকর ম্যাচ শেষে ফাইনালে রিয়াল
২ এপ্রিল ২০২৫

নির্ধারিত সময় শেষ হওয়ার তখন আট মিনিট বাকি। সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার শঙ্কায় দাঁড়িয়ে দুই লেগ মিলিয়ে এক গোলে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ। পরের চার মিনিটের ব্যবধানে দুই গোল করে শিরোপা লড়াইয়ের পথে এগিয়ে গেল তারা। কিন্তু ক্ষণেক্ষণে রং বদলানো ম্যাচে আবার গোল করে খেলা অতিরিক্ত সময়ে নিল রিয়াল সোসিয়েদাদ। সেখানে আন্টোনিও রুডিগারের গোলে কোপা দেল রের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াইটি শেষ হয় ৪-৪ সমতায়। সোসিয়েদাদের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জয় পাওয়া রিয়াল ফাইনালে ওঠে ৫-৪ গোলের অগ্রগামিতায়।
ঘরের মাঠে ১৬তম মিনিটে গোল হজম করা রিয়াল সমতায় ফেরে ৩০তম মিনিটে, এনদ্রিকের গোলে। ভিনিসুস জুনিয়রের বাড়ানো বল ধরে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সের ভেতর ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তা জালে জড়ান ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ড।
কোপা দেল রের চলতি মৌসুমে এটি এনদ্রিকের পঞ্চম গোল। আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেসের সঙ্গে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে এখন ১৮ বছর বয়সী এই ফুটবলার।
৭১ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল সমতায়, আর দুই লেগ মিলিয়ে রিয়াল ছিল এগিয়ে। এরপরই যেন সব ওলটপালট হয়ে যায়। ৭২তম মিনিটে বক্সের ভেতর পা দিয়ে বল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান রিয়াল ডিফেন্ডার ডাভিড আলাবা। ৮০তম মিনিটে আবারও দুর্ভাগ্য ঘিরে ধরে তাকে। মিকেল ওইয়ারসাবালের লক্ষ্যে থাকা শট তার পায়ে লেগে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়। এতেই দুই লেগ মিলিয়ে প্রথমবারের মতো এগিয়ে গিয়ে ফাইনালের সুবাস পেতে শুরু করে সোসিয়েদাদ।
৮২তম মিনিটে ভিনিসুসের পাস থেকে ব্যবধান কমান ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ৮৬তম মিনিটে রদ্রিগোর কর্নার থেকে হেডে দলকে আবার দুই লেগ মিলিয়ে এগিয়ে দেন অহেলিয়া চুয়ামেনি। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নেয় সোসিয়েদাদ।
অতিরিক্ত সময়ের শুরু থেকে আক্রমণের ধার বাড়ানো রিয়ালকে হতাশ করেন ভিনিসুস ও কিলিয়ান এমবাপ্পে। তবে ১১৫তম মিনিটে দলকে আর হতাশ করেননি বদলি হিসেবে নামা রুডিগার। আরেক বদলি আর্দা গুলেরের কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান এই জার্মান ডিফেন্ডার।
শিরোপা লড়াইয়ে রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেতে পারে বার্সেলোনা অথবা আতলেতিকো মাদ্রিদকে। এই দুই দলের সেমি-ফাইনালের প্রথম লেগ ৪-৪ সমতায় শেষ হয়েছিল। আতলেতিকোর মাঠে ফিরতি লেগে বুধবার মুখোমুখি হবে তারা।
মন্তব্য করুন: