ফাইনালে ওঠার লড়াইয়ে ৪ গোল হজম, ভালোভাবে নিচ্ছেন না রিয়াল কোচ

২ এপ্রিল ২০২৫

ফাইনালে ওঠার লড়াইয়ে ৪ গোল হজম, ভালোভাবে নিচ্ছেন না রিয়াল কোচ

সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াই শেষে কোপা দেল রের ফাইনালে ওঠায় রিয়াল মাদ্রিদের মিশন সফল হয়েছে বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে চার গোল হজমকে ভালোভাবে নিচ্ছেন না রিয়াল কোচ।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে ফিরতি লেগে দুই গোলে পিছিয়ে থাকার পর রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে রিয়াল। সোসিয়েদাদের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জয় পাওয়া আনচেলত্তির দল ফাইনালে ওঠে ৫-৪ গোলের অগ্রগামিতায়।

ম্যাচে দলের কিছুটা হতাশাজনক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও আনচেলত্তি খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তার মতে, এটি ছিল অত্যন্ত উপভোগ্য একটি ম্যাচ। 

“আজ আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং আমরা তা অর্জন করেছি। এ নিয়ে ভাবার খুব বেশি সময় নেই। ম্যাচটি ছিল উপভোগ্য, কিছু ভুল ছিল, আবার অনেক ভালো দিকও ছিল। এটি ছিল মজার এবং আমরা ফাইনালে আছি।”

এদিন ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকা রিয়াল জুড বেলিংহ্যাম ও অহলিয়ে চুয়ামেনির গোলে সমতায় ফেরে। সেই সঙ্গে দুই লেগ মিলিয়ে এক গোলে এগিয়ে যায় তারা। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এক গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় সোসিয়েদাদ। অতিরিক্ত সময়ে আন্টোনিও রুডিগারের গোলে সমতায় ফেরার সঙ্গে দুই লেগ মিলিয়ে আবারও এগিয়ে শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “আমি কখনোই মনে করিনি যে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি, কারণ বের্নাবেউতে যেকোনো কিছু ঘটতে পারে। যখনই আমাদের পিছিয়ে পড়তে হয়, আমরা কখনো হাল ছাড়ি না। বিশেষ করে ঘরের মাঠে, সমর্থকদের সঙ্গে নিয়ে আমরা কখনোই হাল ছাড়ি না।" 

ডিফেন্ডার ডাভিড আলাবা নিজেদের জালে দুইবার বল জড়ানোয় পিছিয়ে পড়ে রিয়াল। তবে এটিকে খারাপ ভাগ্য হিসেবে দেখছেন আনচেলত্তি। একই সঙ্গে দলের রক্ষণভাগকে আরও মনোযোগী হতে বলেন তিনি।

“এক ম্যাচে চার গোল খাওয়া ভালো কিছু নয়। এই মুহূর্তে আমাদের আক্রমণভাগ অত্যন্ত কার্যকর, তবে ভারসাম্যের অভাব রয়েছে।”

গত এক দশকে মাত্র একবার কোপা দেল রের শিরোপা জিতেছে রিয়াল। এবার ফাইনালে তারা বার্সেলোনা অথবা আতলেতিকো মাদ্রিদের মধ্যে যেকোনো এক দলের মুখোমুখি হবে। 

মন্তব্য করুন: