৭ সপ্তাহের জন্য মাঠের বাইরে হলান্দ
২ এপ্রিল ২০২৫

গোড়ালির চোটের কারণে সাত সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্দ। বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের আগে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ পেপ গুয়ার্দিওলা।
চলতি মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৩০ গোল করেছেন হলান্দ। গত রোববার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। নরওয়েজিয়ান এই গোলমেশিনের গোলে সমতায় ফেরার পর ২-১ গোলের জয়ে সেমি-ফাইনালে ওঠে সিটি।
লেস্টারের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মঙ্গলবার গুয়ার্দিওলা বলেন, “কখনও কখনও এমন সময় আসে যখন এ ধরনের ঘটনা ঘটে। পুরো মৌসুমেই এমন হয়েছে। এটা মৌসুমের শেষের দিকে হলে (ক্লাব বিশ্বকাপের আগে) বিষয়টি ভিন্ন হতো।”
চলতি মৌসুমে ব্যালন ডি’অর জয়ী রদ্রিসহ বিভিন্ন সময়ে চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে বেশ ভুগতে হয়েছে সিটিকে। লিগের গুরুত্বপূর্ণ সময়ে এসে এবার এ তালিকায় যোগ হলো হলান্দের নাম।
“এই মৌসুমে আমাদের অনেক চোটের সমস্যা হয়েছে। আমি তাদের সবার জন্য খুবই দুঃখিত। আর্লিংয়ের (হলান্দ) জন্যও। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। চিকিৎসকরা জানিয়েছে, পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যে ফিরতে পারবেন। আশা করি মৌসুমের শেষ এবং ক্লাব বিশ্বকাপের আগে সে প্রস্তুত হয়ে ফিরবে।”
আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ, যা চলবে ১৩ জুলাই পর্যন্ত। ১৮ জুন মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসির বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপের অভিযান শুরু করবে সিটি।
বর্তমানে প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে আছে তারা। হাতে আছে ৯ ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারলে তারা আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে। এমন সময়ে এসে হলান্দকে হারিয়ে সিটি বড় ধাক্কা খেয়েছে বলে মানছেন গুয়ার্দিওলাও।
“তার (হলান্দ) দক্ষতা বা নির্দিষ্ট গুণাবলীসহ অন্য কোনো খেলোয়াড় আমাদের দলে নেই। আমরা সেটা জানি। তবে আমাদের মানিয়ে নিতে হবে।”
“নয় বছর আগে আমি যখন প্রথমবার এখানে আসি তখনও চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করার জন্য লড়তে হয়েছিল। আমাদের হাতে আরও নয়টি ম্যাচ আছে – পাঁচটি ঘরে এবং চারটি বাইরে। আমরা জানি আমাদের ঠিক কী করতে হবে। ঘরের ম্যাচগুলো জিততে হবে এবং চ্যাম্পিয়নস লিগের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।”
মন্তব্য করুন: