ম্যান ইউতে চাকরি হারানোর শঙ্কায় আমুরি
২ এপ্রিল ২০২৫

দলকে বাজে অবস্থা থেকে বের করতে গত নভেম্বরে রুবেন আমুরিকে কোচের দায়িত্ব দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগ যুগের সবচেয়ে সফল ক্লাবটির অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। দলের পরিস্থিতি পাল্টাতে খুব বেশি সময় পাবেন না বলে মনে করেছেন কোচ।
মঙ্গলবার প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হারে ইউনাইটেড। চলতি মৌসুমে এটি তাদের ১৩তম পরাজয়।
এই হারের মাধ্যমে প্রিমিয়ার লিগে নিজেদের এক মৌসুমে সর্বোচ্চ ১৪ পরাজয়ের কাছে চলে এসেছে ইউনাইটেড। ৩০ ম্যাচে ১০ জয়, সাত ড্র ও ১৩ হারে ৩৭ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার ১৩তম স্থানে আছে তারা।
এরিক টেন হাগকে বরখাস্তের পর গত বছর নভেম্বরে আমুরিকে দায়িত্ব দেওয়া হয়। পর্তুগিজ এই কোচের অধীনে প্রিমিয়ার লিগে খেলা ১৯ ম্যাচে ইউনাইটেড জয় পেয়েছে মাত্র ৬ ম্যাচে, হেরেছে ৯টিতে। সব মিলিয়ে ২৯ ম্যাচে জয় পেয়েছে ১৩ ম্যাচে।
লিগে দলের পারফরম্যান্সে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে ব্যর্থ হওয়া আমুরি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডে আপনি সময় পাবেন না। আমি সময় পাব না। আমাদের দ্রুত সঠিক পথে ফিরতে হবে।”
“এখানে চাপ অনেক বেশি। আমরা ম্যাচের শুরুতেই একটি গোল হজম করি এবং নটিংহ্যামকে তাদের চাওয়া অবস্থায় পৌঁছে দেই। তবুও আমরা ম্যাচটি বেশ ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তবে শেষ তৃতীয়াংশে আমাদের দক্ষতা যথেষ্ট ছিল না।”
আমুরির কোচিংয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইউনাইটেড। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে ফরাসি ক্লাব লিওঁর বিপক্ষে।
মন্তব্য করুন: