আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা

৩ এপ্রিল ২০২৫

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা

সেমি-ফাইনালের প্রথম লেগে গোলউৎসবে মেতেছিল বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। তবে ফিরতি লেগে হলো যেন ঠিক তার উল্টো। প্রথমার্ধে গোল পাওয়া বার্সেলোনা এগিয়ে থাকল ম্যাচের শেষ পর্যন্ত। আর এতেই কোপা দেল রের ফাইনালে উঠেছে কাতালান ক্লাবটি। ফলে ১১ বছর পর টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে তারা।

বুধবার রাতে আতলেতিকোর ঘরের মাঠে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। ২৭তম মিনিটে লামিনে ইয়ামালের বাড়ানো বল থেকে দলের হয়ে একমাত্র গোলটি করেন ফেররান তোরেস। প্রথম লেগে ৪-৪ সমতায় শেষ হওয়ায় ৫-৪ গোলের অগ্রগামিতায় ফাইনালে পা রাখল হানসি ফ্লিকের দল।

প্রথম লেগে শুরুর ৬ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়া ফ্লিকের দল এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। গোলের জন্য নেওয়া ১৫টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে গোলের জন্য ৬টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি আতলেতিকো।

আগামী ২৬ এপ্রিল সেভিয়ায় শিরোপা লড়াইয়ে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

এর আগে ২০১৪ সালে সবশেষ কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল ও বার্সেলোনা। সেবার ২-১ গোলে জিতে নিজেদের ১৯তম শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয় কোনো শিরোপা লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে গুঁড়িয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।

মন্তব্য করুন: