শিরোপা জয়ের আরও কাছে লিভারপুল, জয়ে ফিরেছে সিটি
৩ এপ্রিল ২০২৫

এভারটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে লিভারপুল। অন্যদিকে আর্লিং হলান্দকে ছাড়া লেস্টার সিটিকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
বুধবার অ্যানফিল্ডে নগরপ্রতিদ্বন্দ্বী এভারটনকে ১-০ গোলে হারায় লিভারপুল। ৫৭তম মিনিটে লুইস দিয়াসের পাস থেকে দলকে এগিয়ে দেন দিয়োগো ইয়োতা।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেছে আর্নে স্লটের দল। ৩০ ম্যাচে ২২ জয়ে তাদের পয়েন্ট ৭৩। শেষ ৮ ম্যাচে সর্বোচ্চ ১৩ পয়েন্ট পেলে ২০১৯-২০ মৌসুমের পর লিগ শিরোপা ঘরে তুলবে লিভারপুল। বর্তমানে লিগে ২৬ ম্যাচ অপরাজিত আছে তারা।
রাতের অপর ম্যাচে ঘরের মাঠে লেস্টারকে ২-০ গোলে হারায় সিটি। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ায় স্বাগতিকরা।
চোটের কারণে সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া হলান্দকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নামা পেপ গুয়ার্দিওলার দল এগিয়ে যায় ম্যাচের দ্বিতীয় মিনিটে, জ্যাক গ্রিলিশের গোলে। প্রায় ১৬ মাস পর লিগে গোলের দেখা পান ইংলিশ এই মিডফিল্ডার। ২৯তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ।
এই জয়ে প্রাথমিকভাবে চতুর্থ স্থানে উঠে এসেছে সিটি। ৩০ ম্যাচে গত চার আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৫১। গুয়ার্দিওলার দলের চেয়ে একটি করে কম ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড ও ৪৯ পয়েন্ট নিয়ে চেলসি পরের দুটি অবস্থানে আছে। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে টটনাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে ছয় নম্বরে থাকা চেলসি।
এর আগে মঙ্গলবার ফুলহ্যামকে ২-১ গোলে হারায় আর্সেনাল। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬১। অন্য ম্যাচে তিন নম্বরে থাকা নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচ হারা প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটির আছে তালিকার ১৩ নম্বরে।
মন্তব্য করুন: