এখনই রিয়ালকে নিয়ে ভাবছে না বার্সেলোনা

৩ এপ্রিল ২০২৫

এখনই রিয়ালকে নিয়ে ভাবছে না বার্সেলোনা

আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। শিরোপা লড়াইয়ে ১১ বছর পর তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে এখনই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছেন না বার্সেলোনা কোচ হানসি ফ্লিক।

বুধবার আতলেতিকোর মাঠে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। প্রথম লেগ ৪-৪ সমতায় শেষ হওয়ায় ৫-৪ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে ফ্লিকের দল।

বর্তমানে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে অপরাজিত আছে কাতালান ক্লাবটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে চলতি বছর একমাত্র অজেয় দল হিসেবে দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে তারা। এবার তিনটি শিরোপার দৌড়ে আছে ক্লাবটি। তবে ফ্লিক শিরোপার স্বপ্নে না ভেসে ধরে এগোনোর ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে “আমি জানি সবাই ফাইনালের কথা বলতে চায়, এটি এল ক্লাসিকো, আমি বুঝতে পারছি। কিন্তু আমি অতীতে বা ভবিষ্যতে নিয়ে থাকতে চাই না। আমাদের মনোযোগ এখন লা লিগায় পরবর্তী প্রতিপক্ষ বেতিসের দিকে থাকা উচিত।”

“হ্যাঁ, আমরা দারুণ একটি মুহূর্ত পার করছি। তবে আমি জানি এই খেলায় সবকিছু মুহূর্তেই বদলে যেতে পারে। আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। স্বপ্ন দেখা যেতে পারে, তবে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।”

২০১৪ সালে সবশেষ কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল ও বার্সেলোনা। সেবার ২-১ গোলে জিতে নিজেদের ১৯তম শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয় কোনো শিরোপা লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে গুঁড়িয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।

লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৬৬ পয়েন্ট। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনালে মৌসুমের তৃতীয় এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। এরপর ১১ মে লা লিগার সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

মন্তব্য করুন: