পুরো ম্যাচ খেলে দলকে জেতাতে পারলেন না মেসি
৩ এপ্রিল ২০২৫

চোট কাটিয়ে দিন তিনেক আগে মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। এবার ইন্টার মায়ামির শুরুর একাদশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। খেলেছেন পুরো ম্যাচেও। তবে নিজের ঝলক দেখাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। হেরেছে তার দলও।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর একটু আগে শেষ হওয়া কনকাকাফ চ্যাম্পিয়ন্স কোয়ার্টার-ফাইনাল সিরিজের প্রথম লেগের ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ১-০ গোলে হেরেছে মায়ামি।
চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল মেসির দল।
চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর গত রোববার মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। সেদিন বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল করে দলকে জেতান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
এদিন শুরুর একাদশে ফিরে একদমই নিষ্প্রভ ছিলেন মেসি। প্রথমার্ধে গোলের জন্য দুটি শট নেন। তবে তা ঠেকিয়ে দেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ী গোলকিপার উগো লরিস।
আগামী রোববার মায়ামিতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: