ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

৩ এপ্রিল ২০২৫

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে রুখে দিয়ে ফিফা ্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ফিফার প্রকাশিত সবশেষ ্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে আছে হাভিয়ের কাবরেরার দল। অন্যদিকে আগের মতো শীর্ষস্থানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের অবস্থান পাঁচ নম্বরে।

গত ২৫ মার্চ শিলংয়ে ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। একের পর এক গোলের সুযোগ নষ্ট না করলে ম্যাচটি জিততে পারত লাল-সবুজের প্রতিনিধিরা।

মার্চের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ব্রাজিলকে হারানোর পথে মূলপর্বের টিকেট নিশ্চিত করে আর্জেন্টিনা।

এক ধাপ এগিয়ে দুই নম্বরে আছে স্পেন। তিনে নেমে গেছে কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে নেদারল্যান্ডস। সাতে নেমে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। শীর্ষ দশে পরের তিনটি স্থান ধরে রেখেছে যথাক্রমে বেলজিয়াম, ইতালি জার্মানি।

মন্তব্য করুন: