১৬ মাস পর গোল করে প্রয়াত ভাইকে উৎসর্গ করলেন গ্রিলিশ

৩ এপ্রিল ২০২৫

১৬ মাস পর গোল করে প্রয়াত ভাইকে উৎসর্গ করলেন গ্রিলিশ

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায় চার মাস পর ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন জ্যাক গ্রিলিশ। মাঠে নেমে দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন এই ইংলিশ মিডফিল্ডার। প্রায় ১৬ মাস পর লিগে পাওয়া এই গোলটি মৃত ছোট ভাইকে উৎসর্গ করেছেন তিনি।

বুধবার ঘরের মাঠে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পায় সিটি।

দলের হয়ে লিগে ২০২৩ সালের ১৬ ডিসেম্বরে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সবশেষ গোলের দেখা পেয়েছিলেন গ্রিলিশ। গোল উদযাপনের সময় স্বাভাবিকভাবেই বেশ খুশি মনে হচ্ছিল তাকে। তবে ম্যাচ শেষে জানা গেল, এটি ছিল তার জন্য বিশেষ এক মুহূর্ত। কারণ ২৫ বছর আগে এই দিনেই তার ছোট ভাই কিলান মাত্র ৯ মাস বয়সে মারা যান। তখন গ্রিলিশের বয়স ছিল ৪ বছর।

ম্যাচ শেষে বিবিসিকে গ্রিলিশ বলেন, “আজ থেকে ঠিক ২৫ বছর আগে আমার ছোট ভাই মারা গিয়েছিল। এই দিনটা আমাদের পরিবারের জন্য খুব কঠিন। আমার মা-বাবা আজ এখানে ছিলেন, তাই গোল করা এবং জয় পাওয়া ছিল দারুণ এক মুহূর্ত।

পরে ইনস্টাগ্রামে গোলটি কিলানকে উৎসর্গ করে গ্রিলিশ লেখেন, “সবসময় আমার সঙ্গে আছ, বিশেষ করে এই দিনে... এটা তোমার জন্য কিলান।

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা জানান, তিনি আগে থেকে গ্রিলিশের ভাইয়ের মৃত্যুবার্ষিকী সম্পর্কে জানতেন না। পরে শিষ্যের মানবিক গুণাবলির প্রশংসা করেন তিনি। 

জ্যাক একজন অসাধারণ মানুষ। সে অত্যন্ত উদার। আমি জানতাম না, তবে এটি কতটা কঠিন হতে পারে তা কল্পনা করতে পারি, বিশেষ করে মা, বাবা এবং বোনের জন্য। আমি নিশ্চিত প্রতিদিনই তারা তাকে স্মরণ করেন।

সিটির সঙ্গে এখনও গ্রিলিশের দুই বছরের চুক্তি বাকি আছে। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। কারণ ক্লাব বিশ্বকাপের আগে ও পরে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন আনতে পারেন গুয়ার্দিওলা।

মন্তব্য করুন: