৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে উয়েফা

৪ এপ্রিল ২০২৫

৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে উয়েফা

২০২৬ সালের আসর থেকে ৪৮ দল নিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হবে। তবে এরই মধ্যে ২০৩০ সালের আসরে দল সংখ্যা বাড়িয়ে ৬৪টি করার প্রস্তাবও সামনে এসেছে। আর এই প্রস্তাবকে বাজে ধারণা হিসেবে হিসেবে অভিহিত করেছেন উয়েফা প্রেসিডেন্ট ও ফিফার সহ-সভাপতি আলেকসান্দার সেফেরিন।

গত ৬ মার্চ ফিফার একটি অনলাইন সভায় উরুগুয়ের এক প্রতিনিধি ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন। সেখানে উপস্থিত ছিলেন সেফেরিনও।

বৃহস্পতিবার সার্বিয়ার বেলগ্রেডে উয়েফার বার্ষিক সভা শেষে সেই প্রস্তাব নিয়ে নিজের অভিমত তুলে ধরেন সংস্থাটির প্রেসিডেন্ট বলেন, এই প্রস্তাব আমার জন্য আপনার চেয়েও বেশি বিস্ময়কর ছিল," বলেন সেফেরিন। "আমি মনে করি এটি একটি খারাপ ধারণা।” 

বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে বিশ্বব্যাপী ফুটবলকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতা বাড়িয়ে অর্থ আয় এবং বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগামী আসরটি হবে ইতিহাসের সবচেয়ে বড়। এতদিন ধরে চলে আসা ৩২ দলের ফরম্যাটে চলে আসা বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৮টিতে। ম্যাচ হবে ১০৪টি।

৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের সমালোচকদের মতে, এতে খেলার মান কমে যাবে এবং ১২৮ ম্যাচের বিশাল আয়োজনে প্রতিযোগিতার গুণগত মান ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি বাড়তি দলগুলো যোগ হওয়ায় বেশিরভাগ মহাদেশের বাছাইপর্বও মূল্যহীন হয়ে পড়বে। একই কথা বলেন সেফেরিনও।

বিশ্বকাপের জন্য এটি ভালো ধারণা নয় এবং আমাদের বাছাইপর্বের জন্যও নয়।

উরুগুয়ের প্রস্তাব সম্পর্কে সন্দেহ প্রকাশ করে উয়েফা সভাপতি বলেন, “ফিফার কাউন্সিলে এই প্রস্তাব উত্থাপনের আগে আমরা কিছুই জানতাম না। এটা কোথা থেকে এসেছে, তা আমি জানি না।

২০৩০ বিশ্বকাপ আয়োজন নিয়ে ইতোমধ্যে জটিলতা দেখা দিয়েছে। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনে তিন মহাদেশে টুর্নামেন্ট আয়োজন করা হবে। ইউরোপের স্পেন পর্তুগালের সঙ্গে আগে থেকেই যৌথ আয়োজক হিসেবে ছিল আফ্রিকার মরক্কো। তবে শতবর্ষের প্রতীকী উদযাপনের জন্য আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে একটি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। 

উয়েফার ৫৫টি সদস্য ফেডারেশনের সম্মেলনে ফিফা সভাপতি ইনফান্তিনো মূল বক্তব্য দিলেও ৬৪ দলের প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেননি। ধারণা করা হচ্ছে, আগামী ১৫ মে প্যারাগুয়েতে ফিফার বার্ষিক কংগ্রেসে এই বিষয়ে আলোচনা হতে পারে।

মন্তব্য করুন: