ম্যানচেস্টার সিটি ছাড়ছেন ডি ব্রুইনা

৪ এপ্রিল ২০২৫

ম্যানচেস্টার সিটি ছাড়ছেন ডি ব্রুইনা

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাতে চলেছেন দলের বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।

২০১৫ সালে জার্মান ক্লাব ভলফসবুর্গ থেকে সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। ক্রমেই হয়ে ওঠেন সিটির মাঝমাঠের অন্যতম সদস্য। দলের হয়ে জিতেছেন ১৬ টি শিরোপা। এর মধ্যে আছে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। দুবার প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

ইনস্টাগ্রামে নিজের বিদায়ী বার্তায় ডি ব্রুইনা বলেন, “আমি সরাসরি বিষয়টিতে গিয়ে আপনাদের সবাইকে জানাতে চাই, ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে আগামী কয়েক মাস হবে আমার শেষ। এটা লেখা আমার জন্য সহজ ছিল না। তবে একজন ফুটবলার হিসেবে আমরা সবাই জানি এমন দিনটা আসতোই। সেই দিনটি চলে এসেছে এবং আমার কাছ থেকে প্রথমে এটা শুনতে পাওয়া আপনাদের প্রাপ্য। সব গল্পেরই শেষ আছে তবে এটা অবশ্যই আমার সেরা অধ্যায়।

চলতি মৌসুমে সিটির হয়ে পারফরম্যান্সে ভাটা পড়েছে ডি ব্রুইনার। যার প্রভাব পড়েছে দলের সামগ্রিক পারফরম্যান্সেও। ৩১ ম্যাচে দলের হয়ে কেবল ২১টিতে শুরুর একাদশের হয়ে মাঠে নেমেছেন তিনি। ৪ গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেন তিনি।

গত মৌসুমে ২৬ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ১৮ গোলে সহায়তা করেন তিনি। সব মিলিয়ে ৪১৩ ম্যাচে দলের হয়ে ১০৬টি গোল করেন এই তারকা।

চলতি মৌসুম শেষে সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ডি ব্রুইনার। দলের অন্যতম তারকার বিদায়ী ঘোষণার পর ক্লাব থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “চলতি গ্রীষ্মে যখন কেভিন ডি ব্রুইনার চুক্তির মেয়াদ শেষ হবে তখন ম্যানচেস্টার সিটির তরফ থেকে তাকে বিদায় জানানো হবে। ক্লাবে তার ১০ বছরের জমকালো ক্যারিয়ারের উদযাপন করা হবে।

মন্তব্য করুন: