জোড়া গোল করে দলকে অধরা জয় এনে দিলেন রোনালদো
৫ এপ্রিল ২০২৫

আল-হিলালকে আগের সাত ম্যাচে হারাতে পারেনি আল-নাসের। সৌদি ফুটবলে এই দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে অবশেষে জয় পেয়েছে তারা। জোড়া গোল করে দলকে এই কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের মাঠে ৩-১ গোলের জয় পায় আল-নাসের। দুই দলের আগের সাতটি লড়াইয়ে আল-হিলালের জয় ছিল চারটি, ড্র হয়েছিল তিনটি।
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথম গোলের জন্য আল-নাসেরকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিট পর্যন্ত।
বিরতি থেকে ফিরে দলের ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৪৭তম মিনিটে বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা।
৬২তম মিনিটে এক গোল শোধ দেয় স্বাগতিকরা। ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন রোনালদো।
সৌদি প্রো লিগে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের গোল এখন ৭০টি। ১ হাজার গোলের লক্ষ্যে এগিয়ে চলা ৪০ বছর বয়সী রোনালদোর পেশাদার ক্যারিয়ারে গোল সংখ্যা এখন ৯৩১টি।
ম্যাচ শেষে রোনালদো জানান, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবেন না তিনি। তার কাছে দলের জয়ই সবকিছু।
“এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়।”
“সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি। ব্যক্তিগত রেকর্ডে মনোযোগ দিচ্ছি না।”
এই জয়ের পয়েন্ট তালিকার তিন নম্বরেই আছে আল-নাসের। ২৬ ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ৫৪। তিন পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল-হিলাল। ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে করিম বেনজেমার আল-ইত্তিহাদ।
মন্তব্য করুন: