শাস্তি পেলেও আর্সেনালের বিপক্ষে খেলতে বাধা নেই এমবাপ্পে-রুডিগারের
৫ এপ্রিল ২০২৫

চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর অসদাচরণের দায়ে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও আন্টোনিও রুডিগারকে জরিমানা করেছে উয়েফা। একই সঙ্গে তাদের এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তবে তা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে এই দুই তারকার খেলতে কোনো বাধা থাকছে না।
শুক্রবার এক বিবৃতিতে এই শাস্তির কথা জানায় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আতলেতিকোর ঘরের মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগে টাইব্রেকারের শেষ শটটি রুডিগার জালে জড়ানোর পর কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের। উদযাপনের সময় অশালীন অঙ্গভঙ্গির অভিযোগে রিয়ালের চার খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে উয়েফা। এর মধ্যে তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উয়েফার বিবৃতিতে জানানো হয়, রুডিগারকে ৪০ হাজার ইউরো এবং এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে তাদের এক ম্যাচের নিষেধাজ্ঞা এখনই কার্যকর হবে না। আগামী এক বছরের মধ্যে একই রকমের অপরাধ আবার করলে তাদের এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
একই ঘটনায় দানি সেবাইয়োসকেও ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে ভিনিসুস জুনিয়রের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
উদযাপনের ভিডিও ফুটেজে দেখা যায়, আতলেতিকো সমর্থকদের সামনে উদযাপনের সময় নাচের সঙ্গে কিছু অঙ্গভঙ্গি করছিলেন রিয়ালের খেলোয়াড়রা। এতে করে উত্তেজিত স্বাগতিক সমর্থকরা তাদের উদ্দেশে বিভিন্ন জিনিস ছুড়তে শুরু করে।
আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ খেলবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল।
মন্তব্য করুন: