রিয়ালের প্রধান দুই গোলরক্ষক চোটে থাকলেও চিন্তিত নন আনচেলত্তি

৫ এপ্রিল ২০২৫

রিয়ালের প্রধান দুই গোলরক্ষক চোটে থাকলেও চিন্তিত নন আনচেলত্তি

চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন রিয়াল মাদ্রিদের প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার অবর্তমানে গোলপোস্টের দায়িত্ব সামলানো আন্দ্রেই লুনিনও চোটে পড়েছেন সবশেষ ম্যাচে। ফলে ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে দলের প্রধান দুই গোলকিপারকে ছাড়াই খেলতে হতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে বিষয়টি নিয়ে চিন্তিত নন কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার রাতে ঘরের মাঠে লিগ ম্যাচে ভালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল।

গত মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের পর থেকে মাঠের বাইরে আছেন কোর্তোয়া। বেলজিয়ান এই গোলকিপার চলতি মৌসুমে একাধিকবার চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।

অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে খেলার পর বাঁ পায়ের পেশির চোট পড়েছেন লুনিন। ফলে ভালেন্সিয়ার বিপক্ষে ইউক্রেনের এই গোলকিপারকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।   

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, "লুনিনকে নিয়ে কিছুটা সন্দেহ আছে, আজই ওর পরীক্ষা করা হবে।”

এমন অবস্থায় কোর্তোয়া ও লুনিন উভয়েই মাঠের বাইরে থাকলে ভালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের গোলবারে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী ফ্রান গনসালেসকে।

“সে দারুণ একজন গোলরক্ষক। ওর একমাত্র সমস্যা হলো বয়সে এখনও তরুণ। যদি কাল ওর সুযোগ আসে, তাহলে আমরা খুব খুশি হবো। কারণ আমরা সবাই বিশ্বাস করি ওর ভবিষ্যৎ দারুণ। আমাদের কোনো দুশ্চিন্তা নেই।”

রিয়ালের সবশেষ তিন ম্যাচে মাঠের বাইরে থাকা কোর্তোয়াকে আগামী মঙ্গলবার আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পাওয়ার ব্যাপারে আশাবাদী আনচেলত্তি।

“কোনো দুশ্চিন্তা নেই। কোর্তোয়া অনেকটাই ভালো আছে। আমরা বিশ্বাস করি সে মঙ্গলবারের জন্য প্রস্তুত হবে।”

লিগে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থাকলেও শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী রিয়াল কোচ। একই সঙ্গে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল জয়ের দিকেও চোখ আনচেলত্তির।

“আমাদের আশাবাদী থাকতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমরা পারব। প্রতিটি প্রতিযোগিতায় আমরা খুব কাছাকাছি আছি এবং আমরা আত্মবিশ্বাসী।”

মন্তব্য করুন: