২৫ বছর পর বায়ার্ন ছাড়ছেন মুলার

৫ এপ্রিল ২০২৫

২৫ বছর পর বায়ার্ন ছাড়ছেন মুলার

ফুটবলে হাতেখড়িটা হয়েছিল বায়ার্ন মিউনিখে। সেখান থেকে ক্লাব ও জার্মানি জাতীয় দলের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন টমাস মুলার। তবে চলতি মৌসুম শেষে শৈশবের ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। ক্লাবের কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ায় ২৫ বছর পর বায়ার্নকে বিদায় জানাতে চলেছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের বিদায়ের কথা জানান মুলার। তবে বুন্ডেসলিগার ইতিহাসে সর্বোচ্চ ১২টি শিরোপা জেতা এই ফুটবলার শৈশবের ক্লাবেই থেকে যেতে চেয়েছিলেন।

১০ বছর বয়সে বায়ার্নের একাডেমি দিয়ে ফুটবলে যাত্রা শুরু করেন মুলার। এরপর পেশাদার ক্যারিয়ারের পুরোটা সময় খেলেছেন এই দলের হয়েই।

বিদায়ী বার্তায় ৩৫ বছর বয়সী এই ফুটবলার বলেন, “এই অনেক বছরের পরেও, আমি এখনও মাঠে নামা, দলের হয়ে লড়াই করা এবং শিরোপার জন্য চেষ্টা করতে বেশ উপভোগ করি। আমি সহজেই কল্পনা করতে পারতাম, আগামী মৌসুমেও একই ভূমিকা পালন করছি।”

“তবে ক্লাব সচেতনভাবেই আমার সঙ্গে পরবর্তী মৌসুমের জন্য কোনো চুক্তি আলোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এটা আমার ব্যক্তিগত চাওয়ার সঙ্গে মেলে না, তবু এটা গুরুত্বপূর্ণ যে ক্লাব তাদের নিজস্ব বিশ্বাস মেনে চলেছে। আমি এই সিদ্ধান্তকে সম্মান করি।”

মুলার তার পরবর্তী গন্তব্য নিয়ে কিছু জানাননি। একসময় দলের অবিচ্ছেদ্য অংশ হলেও গত দুই মৌসুমে তার খেলার সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে এখন তিনি পার্শ্ব ভূমিকায় রয়ে গেছেন। 

মুলারের ভবিষ্যৎ গত নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। তবে বিষয়টি নিয়ে এতদিন দুপক্ষই মুখ বন্ধ রেখেছিল। 

এক বিবৃতিতে বায়ার্ন জানায়, ক্লাব ও মুলার যৌথভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে মুলার শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে তুলবেন। 

ক্লাব সভাপতি হারবার্ট হেইনার বলেন, “টমাস মুলার একজন আদর্শ বাভারিয়ান ফুটবলারের প্রতিচ্ছবি। কেউই তার চেয়ে বেশি জার্মান চ্যাম্পিয়ন হয়নি এবং তার ৩৩টি শিরোপা সবকিছুই বলে দেয়। তিনি এফসি বায়ার্নের ইতিহাসের অন্যতম মহান ব্যক্তিত্বের কাতারে প্রবেশ করেছে।”

বায়ার্নের হয়ে ১২টি লিগ শিরোপা ছাড়াও দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ ও ছয়টি জার্মান কাপসহ আরও অসংখ্য শিরোপা জিতেছেন মুলার। জার্মানিকে ২০১৪ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) থেকে জার্মানির বিদায়ের পর জাতীয় দল থেকে অবসর নেন মুলার।  

চলতি মৌসুমে আরও দুটি শিরোপা জেতার সুযোগ আছে মুলারের সামনে। বুন্ডেসলিগায় দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বায়ার্ন। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে তারা মুখোমুখি হবে ইন্টার মিলানের। 

মন্তব্য করুন: