গোল করে মায়ামিকে বাঁচালেন মেসি
৭ এপ্রিল ২০২৫

প্রথমার্ধে দু’দফায় বল জালে জড়ালেও গোল পায়নি ইন্টার মায়ামি। উল্টো যোগ করা সময়ে গোল হজম করে পিছিয়ে পড়েছিল তারা। তবে দলকে বাঁচালেন লিওনেল মেসি। দারুণ এক গোলে দলকে সমতায় ফিরিয়ে শেষ পর্যন্ত দলকে এক পয়েন্ট এনে দিয়েছেন মায়ামি অধিনায়ক।
বাংলাদেশ সময় সোমবার সকালে ঘরের মাঠে মেজর লিগ সকারের ম্যাচে টরোন্টো এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে মায়ামি।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় টরোন্টো। এর মিনিট তিনেক পর বক্সের মাথা থেকে সতীর্থের বাড়ানো বল ডান পায়ে ঠেকিয়ে বাঁ পায়ের ভলিতে জালে জড়ান মেসি।
চলতি মৌসুমে লিগে আর্জেন্টাইন মহাতারকার এটি তৃতীয় গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা এখন ৬টি।
অবশ্য এর আগেই গোলের দেখা পেতে পারত মায়ামি। লুইস সুয়ারেস অফসাইডে থাকায় ২৯তম মিনিটে প্রথমবার বল জালে জড়ালে সেটি গোল হয়নি। এরপর ৩৯তম মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে স্বাগতিকদের উল্লাসে মাতান মেসি। কিন্তু ভিএআর পরীক্ষায় দেখা যায়, সেই আক্রমণের শুরুতে ডিফেন্ডারকে ফাউল করেছিলেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে আরও বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের।
ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান হারানো মায়ামি ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।
মন্তব্য করুন: