সমালোচনায় কান দেওয়ার সময় নেই রিয়াল কোচের
৮ এপ্রিল ২০২৫

গত এক দশকে ছয়টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের কাছে বরাবরই প্রত্যাশাটা থাকে আকাশচুম্বী। তবে চলতি মৌসুমে ধারাবাহিকতা হারানোয় চিন্তিত ক্লাবটির সমর্থকরা। পারফরম্যান্স নিয়ে হচ্ছে সমালোচনাও। তবে এই সমালোচনা খুব একটা ভাবাচ্ছে না কোচ কার্লো আনচেলত্তিকে।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে আর্সেনালের মাঠে খেলতে নামবে রিয়াল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “আমরা প্রতি তিন দিন পর পর ম্যাচ খেলছি, তাই সমালোচনা নিয়ে ভাবার সময় নেই।”
“আমরা প্রতিটি ম্যাচ বিশ্লেষণ করি এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেই। আগামীকালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ, তবে এটি প্রথম ৯০ মিনিট মাত্র। ফল নির্ধারণ হওয়ার জন্য আগামী সপ্তাহে সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগের আরেকটি ৯০ মিনিট বাকি থাকবে।”
গত মৌসুমে ইউরোপ ক্লাব সেরা ও লা লিগা শিরোপা জেতা রিয়াল পুরো মৌসুমে মাত্র দুটি ম্যাচ হেরেছিল। চলতি মৌসুমের শুরুতে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে নেওয়ার পর সমর্থকদের প্রত্যাশা আরও বেড়ে যায়।
কিন্তু এবার লা লিগায় এরই মধ্যে পাঁচটি ম্যাচে হেরে শিরোপা ধরে রাখার লড়াইয়ে পিছিয়ে পড়েছে তারা। অন্যান্য প্রতিযোগিতায় কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে হার এবং বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে দুটি বড় পরাজয়ে রীতিমতো চাপে আছে রিয়াল। চলতি মাসেই কোপা দেল রের ফাইনালে আবারও মুখোমুখি হবে এই দুই দল।
গত শনিবার লিগ ম্যাচে ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে ভালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় আনচেলত্তির দল। ৬৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে। হাতে আছে আরও ৮ ম্যাচ।
তবে চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের প্লে-অফে ম্যানচেস্টার সিটি এবং শেষ ষোলোয় আতলেতিকো মাদ্রিদকে হারানোর পর দলকে নিয়ে শিরোপা লড়াইয়ে আত্মবিশ্বাসী রিয়াল কোচ।
“আমি যদি মনে করতাম আমরা শিরোপা জিততে পারব না, তাহলে আগেই আমি বিদায় নিতাম, এটাকে ছুটি হিসেবে দেখতাম। আমরা শেষ পর্যন্ত সব শিরোপার জন্য লড়াই করব। যদি সেটা সম্ভব না হয়, তখন পরের মৌসুম নিয়ে ভাবা যাবে। কিন্তু এখনই সেই সময় নয়।”
“চ্যাম্পিয়নস লিগে আমাদের যে অভিজ্ঞতা আছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতা আমাদের এমন ম্যাচে ভয়ের বদলে আত্মবিশ্বাস জোগায়, চাপের মধ্যেও আমরা সামলাতে পারি।”
মন্তব্য করুন: