আর্সেনালকে রিয়ালের পর্যায়ে নিয়ে যেতে চান আর্তেতা

৮ এপ্রিল ২০২৫

আর্সেনালকে রিয়ালের পর্যায়ে নিয়ে যেতে চান আর্তেতা

২০০৯ সালের পর থেকে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে পৌঁছাতে পারেনি আর্সেনাল। তবে এবার দলকে নিজেদের ইতিহাস লেখার জন্য অনুপ্রাণিত করছেন কোচ মিকেল আর্তেতা। দলকে রিয়াল মাদ্রিদের পর্যায়ে নিয়ে যেতে চাইছেন তিনি।

২০০৯ সালের পর থেকে ইউরোপ ক্লাব সেরার আসরে মোট ছয়টি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এখনও নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগের খোজেঁ আছে আর্সেনার। গত মৌসুমে শেষ আটের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আর্তেতার দলকে।

এবারের মৌসুমে মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের লক্ষ্যের কথা জানিয়ে আর্তেতা বলেন,রিয়াল মাদ্রিদ হলো সেই ক্লাব যারা ফুটবল বিশ্বে নতুন মানদণ্ড তৈরি করে দিয়েছে। এটাই সেই জায়গা যেখানে আমরা পৌঁছাতে চাই, যেখানে আমরা থাকতে চাই।”

“এটা তাদের (রিয়াল) ইতিহাসের অংশ। আমাদের নিজেদের ইতিহাস লিখতে হবে। নিজেদের দিকেই আমাদের মনোযোগ দিতে হবে। তারা আমাদের অনেকভাবে বিপদে ফেলতে পারে, তবে আমরাও পারব।” 

রিয়ালের বিপক্ষে ঘরের মাঠের লড়াইয়ে জয়ের বিকল্প কিছু ভাবছেন না জানিয়ে আর্সেনাল কোচ বলেন, আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা ফল বের করতে পারব। ফল পাওয়ার আশা নিয়েই আমরা নামব মাঠে। আমরা শুধু এটা উপভোগ করতে চাই। আগামীকালের জন্য লক্ষ্য স্পষ্ট, আমরা জয়ের জন্যই খেলব।” 

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে থাকা এভারটনের সঙ্গে - গোলে ড্র করে আর্সেনাল। ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে তারা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে ১১ পয়েন্টে।

রিয়ালের বিপক্ষে ম্যাচে আর্সেনালের জন্য স্বস্তির খবর চোট কাটিয়ে বুকায়ো সাকার দলে ফেরা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ১০ গোল ১৪টি অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ উইঙ্গার।

সাকা এখন অনেকটাই ফিট জানিয়ে আর্তেতা বলেন, “আমরা ধীরে ধীরে তার খেলার সময় বাড়িয়েছি এবং সে সেটা দারুণভাবে সামলেছে।

মন্তব্য করুন: