আর্সেনালের কাছে উড়ে গেল রিয়াল, বায়ার্নকে থামাল ইন্টার

৯ এপ্রিল ২০২৫

আর্সেনালের কাছে উড়ে গেল রিয়াল, বায়ার্নকে থামাল ইন্টার

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের সঙ্গে শুরুতে ভালোই পাল্লা দিচ্ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বিরতির পর যেন খুঁজেই পাওয়া গেল না টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দলটিকে। বর্তমান চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে ইংলিশ ক্লাবটি। অন্যদিকে বায়ার্ন মিউনিখের অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছে ইন্টার মিলান।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে রিয়ালকে ৩-০ গোলে হারায় আর্সেনাল। ফ্রি কিক থেকে দুটি দুর্দান্ত গোল করে স্প্যানিশ ক্লাবটিকে বিধ্বস্ত করে দেওয়ার নায়ক ডেকলান রাইস। তৃতীয় গোলটি করেছেন মিকেল মেরিনো।

ম্যাচের ৫৪ শতাংশ সময় বল দখলে রাখা আর্সেনাল গোলের জন্য শট নেয় ১২টি, যার মধ্যে ১১টিই লক্ষ্যে রাখে মিকেল আর্তেতার শিষ্যরা। অন্যদিকে ৯টি শটের কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল।

অবশ্য আক্রমণের শুরুটা করেছিল বর্তমান চ্যাম্পিয়নরাই। প্রথম মিনিটেই বক্সের বাইরে থেকে গোলের লক্ষ্যে শট নেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ফরাসি এই তারকার শট সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। এ যাত্রায় রিয়ালের গোলবারের নিচে দেওয়াল হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া। অন্যদিকে কয়েকটি সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে ও ভিনিসুস জুনিয়র।

দ্বিতীয়ার্ধে যেন বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৫৮তম মিনিটে ফ্রি কিক থেকে বাঁকানো শটে বল জালে জড়ান রাইস। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি কোর্তোয়া। এরপর রিয়ালের অর্ধে মুহুর্মুহু আক্রমণ চালিয়ে তাদের দিশেহারা করে রাখে স্বাগতিকরা।

৭০তম মিনিটে ফ্রি কিক থেকে আরেকটি জোরাল শটে বল জালে জড়ান রাইস। এবারও ২৮ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডারের বল নাগালে পাননি রিয়াল গোলরক্ষক। এর মিনিট পাঁচেক পর স্কোরশিটে নাম তোলেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো।

যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।

আগামী ১৬ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

ইন্টারের হয়ে প্রথম গোলটি করেন লাউতারো মার্তিনেসঅপর ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টারের কাছে ২-১ গোলে হেরেছে বায়ার্ন। নিজেদের মাঠে ইউরোপ ক্লাব সেরার আসরে ২২ ম্যাচ পর হারের মুখ দেখল জার্মান ক্লাবটি। এর আগে ঘরের মাঠে ২০২১ সালের আসরে সবশেষ পিএসজির কাছে হেরেছিল তারা।

ম্যাচে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল বায়ার্নই। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে বাভারিয়ানরা গোলের জন্য শট নেয় ২০টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। অন্যদিকে ১০টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখে ইন্টার।

বায়ার্নের আক্রমণের ঝড় সামলে ৩৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিসেনের গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। বিরতির পর সেই লিড ধরে রেখেছিল ইন্টার। প্রতিপক্ষের মাঠে জয়ের আশা নিয়ে বাড়ি ফেরার অপেক্ষাতেও ছিল তারা। কিন্তু বদলি হিসেবে নেমে ৮৫তম বায়ার্নকে সমতায় ফেরান মৌসুম শেষে ক্লাব ছাড়তে যাওয়া টমাস মুলার। তবে স্বাগতিকদের এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট তিনেক পর ইন্টারকে এগিয়ে দেন ইতালিয়ান মিডফিল্ডার দাভিদে ফ্রাত্তেসি। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখে তারা।

১৬ এপ্রিল ঘরের মাঠে সেমি-ফাইনাল নিশ্চিত করতে ফিরতি লেগে মাঠে নামবে ইন্টার।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add