রিয়ালের সেমিতে ওঠার সম্ভাবনা ‘কম’: আনচেলত্তি

৯ এপ্রিল ২০২৫

রিয়ালের সেমিতে ওঠার সম্ভাবনা ‘কম’: আনচেলত্তি

ছন্নছাড়া পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়ে সেমি-ফাইনালের দৌড় থেকে বেশ পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। বিষয়টি স্বীকার করেছেন কোচ কার্লো আনচেলত্তিও। তবে এখনই আশা হারাচ্ছেন না তিনি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে রিয়ালকে ৩-০ গোলে হারায় আর্সেনাল। স্বাগতিকদের হয়ে ফ্রি-কিক থেকে দুটি দুর্দান্ত গোল করেন ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস। তৃতীয় গোলটি করেন মিকেল মেরিনো।

ম্যাচের ফল ছাড়াও রিয়ালের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। আক্রমণে তারা ছিল নিষ্প্রভ। রক্ষণভাগও ছিল অগোছালো। গোলরক্ষক থিবো কর্তোয়া দুর্দান্ত কয়েকটি সেভ না করলে আরও গোল হজম করতে হতো রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের।

ম্যাচ শেষে সাংবাদিকদের আনচেলত্তি বলেন, “সাধারণত এই দলটা ম্যাচের শেষ দিকে ভালো খেলে। আজকের পারফরম্যান্স হতাশাজনক ছিল। আমাদের নিজেদের সমালোচনা করতেই হবে এবং পরের সপ্তাহে ঘুরে দাঁড়াতে যা যা করা দরকার সবকিছু করতে হবে।

রিয়াল কোচের মতে, পুরো ম্যাচে তার দল খুব একটা খারাপ খেলেনি। তবে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে নিজেদের পারফরম্যান্সে বড় রকমের উন্নতি আনতে হবে।

আগামী বুধবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগে মাঠে নামবে রিয়াল। তবে রিয়ালের সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নন আনচেলত্তি।

(সেমি-ফাইনালে ওঠার) সম্ভাবনা বেশ কম। তবে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে হবে। আমাদের যা যা করা সম্ভব সবকিছু করতে হবে। কারণ এটা আমাদের কাছে বাজে এক ম্যাচের জবাব দেওয়ার সুযোগ।

আজকের ম্যাচ দেখে মনে হতে পারে, কোনো সম্ভাবনাই নেই। কিন্তু ফুটবলে সব কিছুই সম্ভব। কেউ ভাবেনি রাইস ফ্রি-কিক থেকে দুটো গোল দেবে। ফুটবলে যে কোনো কিছু হতে পারে। আমাদের বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। কারণ বের্নাবেউয়ে অনেকবার এমন কিছু ঘটেছে।

মন্তব্য করুন: