ডর্টমুন্ডের বিপক্ষে পা মাটিতে রাখছেন বার্সা কোচ
৯ এপ্রিল ২০২৫

চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি বার্সেলোনা। মাঠের পারফরম্যান্সেও তারা আছে দুর্দান্ত ছন্দে। তবে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে বেশি আত্মবিশ্বাসী হচ্ছেন না কোচ হানসি ফ্লিক।
বার্সেলোনার কোচ হিসেবে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের সম্ভাবনা আছে জার্মান এই কোচের। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তার দল। এখনও বাকি আছে আট ম্যাচ। কোপা দেল রের শিরোপা লড়াইয়েও তাদের প্রতিপক্ষ রিয়াল।
চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে যেতে বুধবার রাতে ঘরের মাঠে ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “আমরা স্বপ্ন দেখতে পারি। তবে খেলোয়াড়দের ও কোচদের মাটিতে পা রাখতেই হবে।”
“আমরা যা অর্জন করেছি, সেটা কঠোর পরিশ্রমের ফল। আর এটা শেষ হওয়া উচিত নয়। এগিয়ে যেতে আমাদের আরও অনেক কিছু করতে হবে। আমরা চাই এই বছর আর না হারতে। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমাদের সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।”
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল ডর্টমুন্ড। কিন্তু ফাইনালে রিয়ালের কাছে হেরে যায় তারা। তবে চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে বেশ ভুগতে হচ্ছে তাদের। বুন্ডেসলিগায় পয়েন্ট তালিকার অষ্টম স্থানে আছে তারা।
গত শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে শেষ হওয়া লিগ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রাফিনিয়া। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে তিনি ৪৪ ম্যাচে ২৭টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেছেন।
ডর্টমুন্ডের বিপক্ষে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বিষয়ে প্রশ্ন করা হলে বার্সেলোনা কোচ বলেন, “আমরা আন্তর্জাতিক বিরতির পর চেষ্টা করেছি তাকে সঠিকভাবে প্রস্তুত করতে। সেশনগুলোতে যা দেখেছি, তাতে আগের মতোই সে খুবই সক্রিয়, চঞ্চল, গতিশীল... এটা প্রমাণ করে যে, সে আগামী ম্যাচের জন্য প্রস্তুত।”
মন্তব্য করুন: